অস্ট্রেলিয়ার ওয়েভ রক একবার দেখলেই আপনার মনে হবে, নামটা সার্থক। ঠিক যেন সাগরের বিশাল এক ঢেউ সব কিছু ভেঙেচুরে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। হেডেন ওয়াইল্ড লাইফ পার্কের একটি অংশ এই পাথর। এটি ৪৭ ফুট উঁচু আর প্রায় সাড়ে তিন শ ফুট লম্বা। অবস্থান ছোট্ট শহর হেডেনের ধারেই। আর পশ্চিম অস্ট্রেলিয়ার বিখ্যাত শহর পার্থ থেকে দূরত্ব ২৯৬ কিলোমিটার। সৌজন্যে: কালের কণ্ঠ
