Skip to content

‘আগ্রা ফোর্ট টু তাজমহল’ সেতু হচ্ছে

Tajmahal

তাজমহল থেকে আগ্রা ফোর্ট যেতে আর দুভোর্গ পোহাতে হবে না পর্যটকদের। পায়ে হেঁটে পৌঁছে যাওয়া যাবে শাহজাহানের কেল্লায়।

হ্যাঁ, পর্যটকদের সুবিধার জন্যই তাজমহল থেকে আগ্রা ফোর্ট পর্যন্ত একটি বিশ্বমানের লম্বা সেতু বানানোর উদ্যোগ নিচ্ছে ভারতের উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ।

ইতোমধ্যেই পরিকল্পনার ব্রু-প্রিন্ট তৈরির কাজ শুরু হয়ে গেছে। সমতল থেকে ২৫ ফুট উচ্চতায় স্কাইওয়াক বা সেতুটি তৈরি হবে।

সেতুটিকে পরিবেশবান্ধব করে তোলার জন্য বিশেষ ধরনের পাথর ব্যবহার করা হবে। রাস্তার দুইপাশে থাকবে গাছ। সিঁড়ি এবং চলন্ত সিঁড়ির মাধ্যমে সেতুর ওপর উঠে দুই কিলোমিটার হাঁটলেই আগ্রার এক দর্শনীয় স্থান আগ্রা ফোর্ট থেকে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলে পৌঁছে যাওয়া যাবে।

সেতুটি তৈরি করতে আনুমানিক ৫০ কোটি টাকা খরচ হবে বলে ধারণা করছে পর্যটন বিভাগ।

আগ্রা ফোর্ট থেকে তাজমহল যাওয়ার রাস্তায় লম্বা ট্রাফিক জ্যামে পড়তে হয় পর্যটকদের। যার ফলে অনেকটা সময়ও নষ্ট হয়। সেতু তৈরি হলে সেই সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। একটি বেসরকারি সংস্থাকে সেতুটি বানানোর দায়িত্ব দিচ্ছে পর্যটন বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *