Skip to content

আটলান্টিকের নিচে স্বর্ণের খনি

Atlantic-Gold-Mineসমুদ্রের বিশাল স্বর্ণের খনি আবিষ্কারের তথ্য উঠে এসেছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযান থেকে। আরওভি ডিপ ডিসকভার নামে একটি জলযান পাঠিয়ে এই অভিযান চালিয়েছে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। আটলান্টিক মহাসাগরের গভীরে এই অভিযান চালানো হয়।

অভিযাত্রীদের দাবি, সমুদ্রের তলায় ডুবে থাকা স্বর্ণের পরিমাণ কম করে হলেও ২ লাখ টন। সমুদ্রের তলায় মাইল দুয়েক ছড়িয়ে আছে এই স্বর্ণের খনি। দলটি আরও দাবি করে, শুধুমাত্র এইটুকু স্বর্ণ নয়, অন্তত ৩ লাখ ডুবন্ত স্বর্ণ থাকতে পারে। যেহেতু স্বর্ণ সমুদ্রের নোনা পানিতে গুলে গিয়েছে তাই অভিযাত্রীদের অনুমাণ এত বিপুল পরিমাণেই স্বর্ণ পাওয়া যেতে পারে। এক লিটার সমুদ্রের নোনা পানিতে মিলবে এক গ্রাম সোনার এক-তেরো বিলিয়ন অংশ। সৌজন্যে : বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *