নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বড় ধরনের তুষার ধসের ঘটনায় ১৮ জনের প্রাণহানি সত্ত্বেও আগামী সপ্তাহ থেকে আবারো এভারেস্টে আরোহন শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার নেপালের এক সরকারি কর্মকর্তা এ কথা জানান।
নেপালের পর্যটন বিভাগের প্রধান তুলসি গৌতম বলেন, ‘আগামী দুই থেকে তিনদিনের মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু এ পর্বত চূড়ায় আরোহনের ল্যাডারগুলো মেরামত করা হবে এবং এতে আরোহন অব্যাহত থাকবে এবং অভিযাত্রা থেকে একজনেরও সরে আসার কোনো কারণ নেই।’
সূত্র : প্রিয়.কম
