Skip to content

আমেরিকায় কেন ফ্যানের ব্লেড চারটি?

Fan

সামি আল মেহেদী
মাথার ওপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের ব্লেড কয়টি থাকে? আমরা তো সব সময়ই দেখি তিনটা! কিন্তু স্থানভেদে এর পরিবর্তন হতে পারে। শুধু আমাদের দেশ বলে নয়, পুরো ভারতবর্ষে প্রায় সবখানেই সিলিং ফ্যানে তিন ব্লেড থাকে। আমেরিকায় আবার ফ্যানের ব্লেডের সংখ্যা চার! স্কুপহুপে জানা গেছে ফ্যানের ব্লেডে এই সংখ্যার ভিন্নতার কারণ।

সাধারণত, ফ্যান ব্যবহার করা হয় গরমের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য। তবে আমেরিকার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সে দেশে ফ্যান মূলত ব্যবহার করাই হয় এয়ার কন্ডিশনারের বাতাসকে সহজাতভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। তিনটি ব্লেডের কারণে অনেক জোরালো বাতাস উৎপন্ন হয়, চারটি ব্লেড থাকলে তা হয় না। এই একটি বাড়তি ব্লেডের কারণে বাতাস অনেক হালকাভাবে ছড়িয়ে পড়ে। এতে করে এয়ার কন্ডিশনারের বাতাস পরিমিতভাবে পুরো ঘরে চলাচল করে।

অন্যদিকে, আমাদের দেশ তথা উপমহাদেশে ফ্যানের ব্যবহার কেবলই জোরালো বাতাস তৈরির জন্য। এয়ার কন্ডিশনারের বাতাস ছড়ানোর প্রয়োজনীয়তা এখানে সেভাবে নেই বললেই চলে। এ কারণে এখানে তিন ব্লেডওয়ালা ফ্যানই তৈরি করা হয়, যা আমরা সচরাচর দেখে অভ্যস্ত। সৌজন্যে : এনটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *