Skip to content

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর বহরে যুক্ত হচ্ছে আরো একটি DASH-8-Q400 এয়ারক্রাফ্ট

অভ্যন্তরীণ রুটে ২০১৪ সালে শ্রেষ্ঠ এয়ারলাইন্স পুরস্কারপ্রাপ্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সটির বহরে যুক্ত হতে যাচ্ছে আরো একটি DASH-8-Q400 এয়ারক্রাফ্ট। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ারক্রাফ্টটি বর্তমান Fleet-এ যুক্ত হবে। এ নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের Fleet-এ এয়ারক্রাফ্ট এর সংখ্যা দাঁড়াবে চার।

Fleet-এ যুক্ত হওয়া নতুন এয়ারক্রাফ্টটি দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোসহ রিজিওনাল রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

web-slide

উল্লেখ্য যে, বাংলাদেশের একমাত্র ISO-9001-2008 সার্টিফিকেট প্রাপ্ত ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর সবগুলো এয়ারক্রাফ্টই কানাডার Bombardier-এর তৈরি ৭৮ আসনের সর্বাধুনিক DASH-8-Q400 এয়ারক্রাফ্ট। বর্তমানে বাংলাদশে পরিচালিত সকল প্রাইভেট এয়ারলাইন্সগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে সর্বাধিক গন্তব্যে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনাসহ সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহন করছে।

গত এক বছরে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে প্রায় সাত হাজার ফ্লাইট সফলভাবে পরিচালনা করেছে, যা এযাবৎকালে অভ্যন্তরীণ রুটে সর্বোচ্চ রেকর্ড। এছাড়াও যাত্রা শুরুর মাত্র আট মাসের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সটি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পাইলট ও কেবিন ক্রু দিয়ে সহযোগিতা করছে। আগামী বছরের শুরুতেই ৩টি ৭৩৭-৮০০ দিয়ে কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, আবুধাবি, দোহা, মাসকাটসহ অন্যান্য গন্তব্যে ফ্লাইট পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। – প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *