ভারতীয় ভিসার আবেদনের জন্য ভিসা ফি নগদে দিতে হবে না। ইলেকট্রনিক পদ্ধতিতে ভিসা ফি জমা দেওয়া যাবে।
আজ বুধবার (০৪-১০-২০১৭) স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নতুন এই সেবা চালু করেছে।
‘ক্যাশলেস ভিসা সার্ভিস’ নামের এই সেবার উদ্বোধন করেন ভারতের সফররত অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর সোনারগাঁও হোটেলে এই অনুষ্ঠান হয়। নতুন এই সেবাটি চালু হওয়ার ফলে ভারতীয় ভিসাপ্রার্থীরা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভিসা ফি জমা দিয়ে আবেদনপত্রটি যেকোনো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) জমা দিতে পারবেন।
সোনারগাঁও হোটেলের অনুষ্ঠানস্থল থেকে রাজধানীর শ্যামলী ও সিলেটের আইভিএসিতে এই সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, গত বছর ১৪ লাখ বাংলাদেশি ভিসা নিয়ে ভারতে গেছেন। ভিসাপ্রক্রিয়া সহজ করতেই এই সেবাটি চালু করা হয়েছে। সূত্র: প্রথম আলো