Skip to content

ঈগলের পিঠে কাকের আকাশ ভ্রমণ

Eagle

নিজের পাখায় ভর করেই উড়ে বেড়ায় জগতের অধিকাংশ পাখি। কিন্তু সেদিন কেন জানি আলসেমিতে পেয়ে বসল এক কাককে। আলসতাকে আরেকটু প্রশ্রয় দিতেই যেন সে গিয়ে বসল এক ঈগলের পিঠে। আর ঈগলটা তার বিশাল দুটি পাখা মেলে কাকটাকে পিঠে নিয়ে উড়তে শুরু করল। ভাবছেন, এসবই গুলবাজি। যদি তাই ভেবে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই ভুল ভাবছেন।

সম্প্রতি অভিনব এই ঘটনাটি তৎক্ষণাৎ ক্যামেরাবন্দি করেছেন শখের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ফু চান।

Eagle2

এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ঈগলের রাজত্বে হানা দিতে এসেছে কাক। কিন্তু ঈগলের আচরণ দেখে আমি তো অবাক!’ কেননা কাকের বেয়াদবি মোটেই আমলে নিল না ঈগল। দিব্যি উড়তে থাকল কালো পাখিটাকে পিঠে নিয়ে। একটু পর অবশ্য কাক নিজ থেকেই উড়ে যায়। এরপর একা একাই ঘুরতে থাকে ঈগলটি।

কাক ও ঈগলের এই যুগল উড়ান মাত্র কয়েক সেকেণ্ড স্থায়ী হয়েছিল। চলতি বছরের গোড়ার দিকে আরো একটি ছবি বেশ আলোড়ন তুলেছিল। সেখানে কাঠঠোকরার পিঠে সওয়ার হয়েছিল এক বেজি এবং সে পাখিটিকে হত্যা করার চেষ্টা করছিল। কাজেই সেটি ছিল বেশ মন খারাপ করার বিষয়। সে তুলনায় ফুয়ের তোলা কাক-ঈগলের এই ছবিটি বেশ মজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *