Skip to content

‘এমন জয়ের দিনে মুস্তাফিজকে মিস করছি’

Mustafiz4

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচেই পাঁজরের ডান পাশে ব্যথা পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েন মুস্তাফিজুর রহমান। গত একটি বছরে বাংলাদেশের দারুণ কিছু সাফল্যের অন্যতম নায়ক এই বাঁহাতি পেসার। তাই পাকিস্তানের বিপক্ষে দারুণ একটি জয়ের দিনে মুস্তাফিজকে খুবই মিস করেছে পুরো বাংলাদেশ দল।

তাই বুধবার ম্যাচপরবর্তী সংবাদ সস্মেলনে তাই বারবার উঠে এসেছে মুস্তাফিজ প্রসঙ্গ। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই তরুণ পেসার সম্পর্কে বলেন, ‘আমাদের পুরো দলই মুস্তাফিজকে খুবই মিস করছে। এমন জয়ের দিনে তাঁকে না পাওয়াটা সত্যিই আমাদের জন্য খুবই হতাশার।’

সে দলে থাকলে জয়টা আরো সহজ হতো বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের বোলারারা এই আসরে খুবই ভালো বল করছে। এদিনও সে ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। তবে এদিন যদি মুস্তাফিজ থাকতো তাহলে প্রতিপক্ষ আরো ১৫-২০ রান কম করতে পারতো, তাহলে জয়টা আরো সহজ হতো।’

মাশরাফি আশা করেন চোট কাটিয়ে উঠে সাতক্ষীরার এই পেসার দ্রুত স্বরুপে ফিরবেন, ‘মুস্তাফিজের মতো বোলার আমাদের দলের জন্য খুবই প্রয়োজন। আমি আশা করছি দ্রুত চোট থেকে সেরে উঠে আবার দলে ফিরবে। ফিরবে সে নিজের পুরনো ফর্মে। বিশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সে দলে ফিরবে বলে আশা করছি আমরা।’

মূলত গত রোববারই পাঁজরের ডানপাশে ব্যথা পান মুস্তাফিজ। পরদিন এমরাআরই পরীক্ষায় জানাযায় ব্যথটা খুব একটা গুরুতর না হলেও অন্তত ৪৮ ঘন্টা বিশ্রামে থাকতে হবে তাঁকে।

তবে এই মুস্তাফিজকে ছাড়াই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচে তারা পাঁচ উইকেটে জিতেছে। সৌজন্যে : এনটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *