এলিয়েন সিরিজের ষষ্ঠ মুভি ‘এলিয়েন: কোভেনান্ট’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল ৪ মে, লন্ডনে। ১৯৭৯ সালে এই সিরিজের প্রথম ছবি মুক্তি পেয়েছিল।
গা ছমছমে
এলিয়েন সিরিজের মুভি মানেই গা ছমছম করা ছবি। ১৯৭৯ সালে পরিচালক রিডলে স্কট যখন প্রথম এলিয়েন মুভিটি বানান, তখন সেটি দেখে গা শিউরে উঠেছিল সবার। সেই ধারা বজায় থেকেছে পরের চারটি ছবিতেও। ‘এলিয়েন: কোভেনান্ট’ নামে সিরিজের ষষ্ঠ মুভিতেও ভয়ের উপাদানের কমতি নেই।
দারুণ পারফরম্যান্স
জার্মান-আইরিশ অভিনেতা মাইকেল ফাসবেন্ডার (বামে) এবারও এলিয়েন চরিত্রে নজর কাড়া অভিনয় করেছেন। সিরিজের পঞ্চম ছবি ২০১২ সালে মুক্তি পাওয়া ‘প্রোমিথিউস’-এও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।
নির্মাতা
প্রথমটি সহ এলিয়েন সিরিজের ছয়টি ছবির মধ্যে তিনটির পরিচালক ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা রিডলে স্কট (বামে)। হালের কোভেনান্ট ছাড়াও প্রোমিথিউস-ও পরিচালনা করেছিলেন তিনি। বাকি তিনটির পরিচালক ছিলেন জেমস ক্যামেরন, ডেভিড ফিঞ্চার ও জ্যঁ-পিয়ের জোনে।
বিজ্ঞান আর ভয়ের মিশ্রণ
৩৮ বছর আগে মুক্তি পাওয়া প্রথম ছবিতে বিজ্ঞান কল্পকাহিনির সঙ্গে হরর এলিমেন্টের অপূর্ব সংমিশ্রণ মুভিপ্রেমীদের চমকে দিয়েছিল। রক্তাক্ত দৃশ্যের ব্যবহার কম করেও দর্শককে কীভাবে ভয় পাইয়ে দেয়া যায় পরিচালক সেটা করে দেখিয়েছেন।
সুইজারল্যান্ডের ছোঁয়া
এলিয়েন মুভির সাফল্যের পেছনে অন্যতম বড় অবদান ভয়ংকর দেখতে একটি প্রাণীর। কাল্পনিক এই জীবটির নকশা করেছিলেন সুইজারল্যান্ডের শিল্পী এইচ.আর. গিগার। ছবি হিট হওয়ায় তিনিও বিখ্যাত হয়ে যান।
অ্যাকশন হিরোইন
মার্কিন অভিনেত্রী সিগোর্নি উইভার এলিয়েন সিরিজের প্রথম মুভিতে এলেন রিপলে চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৮৬ সালে জেমস ক্যামেরন যখন ‘এলিয়েন্স’ নামে সিক্যুয়েল তৈরি করেন সেখানেও অভিনয় করেছিলেন উইভার। এর মাধ্যমে তিনি অ্যাকশন চরিত্রে নারীদের অভিনয়ের বিষয়টি প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
এলিয়েন ৩
সিরিজের তৃতীয় মুভিটি মুক্তি পায় ১৯৯২ সালে। ডেভিড ফিঞ্চার পরিচালিত এই থ্রিলার ছবির প্রধান চরিত্রে উইভার (ন্যাড়া মাথা) বরাবরের মতোই দারুণ অভিনয় করেন।
এলিয়েন: রিসারেকশন
ফরাসি চলচ্চিত্র নির্মাতা জ্যঁ-পিয়েরে জোনে পরিচালিত চতুর্থ ছবিতে কল্পকাহিনি আর হররের সঙ্গে ফ্যান্টাসি আর কিছুটা বাস্তবতাও যোগ করেছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে।
প্রোমিথিউস
প্রায় ১৫ বছর পর এলিয়েন সিরিজের পঞ্চম ছবিটি মুক্তি পায় ২০১২ সালে। প্রোমিথিউসকে প্রিক্যুয়েল হিসেবে দেখা হয়েছে। পরিচালনায় ছিলেন প্রথম মুভির পরিচালক স্কট।
চলবে…
৭৯ বছর বয়সি পরিচালক স্কট ইতিমধ্যে জানিয়েছেন এলিয়েন নিয়ে ভবিষ্যতে আরও ছবি নির্মাণ করা হবে। সৌজন্যে: ডয়চে ভেলে