সাদিয়া ইসলাম বৃষ্টি
অসাধারণ সুন্দর এই জলপ্রপাতটির উচ্চতা কানাডার নায়াগ্রা জলপ্রপাতের পাঁচ গুণ আর জিম্বাবুয়ের ভিক্টোরিয়া জলপ্রপাতের দ্বিগুণ। চওড়ায়ও টেক্কা দেয় পৃথিবীর বেশির ভাগ জলপ্রপাতকেই। তার পরও দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার গহিন অরণ্যে অবস্থিত কাইতুর জলপ্রপাতটির কথা জানেন খুব কম পর্যটকই।
পোতারো নদীর পাশে অবস্থিত এই জলপ্রপাতটির গুণপনা কিন্তু এটুকুতেই শেষ নয়। অনেকেরই ধারণা, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম একক ধারার জলপ্রপাত কাইতু। পোতারো নদীর পানি ২২১ মিটার উঁচু থেকে নিচে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি। ১০০ মিটার প্রশস্ত ধারাটি। আর যে মালভূমিতে অবস্থানের কারণে এটি এত উচ্চতা থেকে পড়েছে, সেটি পরিচিত গায়ানা শিল্ড নামে। যাকে কিনা বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর অন্যতম প্রাচীন, প্রায় ২.৯ কোটি বছর আগে সৃষ্টি হওয়া পাথরের স্তর।
নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, এই জলপ্রপাতের নাম কাইতুর হলো কেন? স্থানীয়দের কথা সত্যি হলে—অনেক আগে এখানে আমেরেনডিয়ানস নামের এক জাতি বাস করত। তাদেরই এক সদস্য কাই নিজের গোত্রের জন্য এই জলপ্রপাতের কাছে এসে জীবন উৎসর্গ করেন। সেই কাইয়ের নাম আর স্থানীয় ভাষায় জলপ্রপাত বা তুর মিলেই তৈরি হয়েছে বর্তমান নাম কাইতুর। কাইতুর জলপ্রপাতের কাছে গেলে আপনি উপভোগ করতে পারবেন সোনালি ব্যাঙ, পোকামাকড়, নানা রকম গাছপালা আর পৃথিবীর সবচেয়ে আদিম রেইনফরেস্টের অসাধারণ কিছু দৃশ্য। সৌজন্যে : কালের কণ্ঠ