Skip to content

কাকরভিটা দিয়ে নেপাল ভ্রমণ

এই প্রশ্নটি অনেকেরই। ভারতের ভ্রমণ ভিসা দিয়ে নেপাল ঘুড়ে আবার একই পথে বাংলাদেশে আসলে কোনো সমস্যা আছে কি-না। অনেকে অভিজ্ঞতার উল্লেখ করেও জানতে চান। অনেকে গিয়েছেন, সামান্য টাকা খরচ হয়েছে ইত্যাদি ইত্যাদি।

কিন্তু আমাদের পরামর্শ হচ্ছে ভারতের ভ্রমণ ভিসা দিয়ে বাই রোডে নেপাল কিংবা ভুটান ভ্রমণে না যাওয়া।

কারণ এটি করা হলে ভারতের ভিসার শর্ত ভঙ্গ করা হয়। ভারতের ভুখণ্ড ব্যবহার করে নেপাল কিংবা ভুটান যেতে হলে অবশ্যই ট্রানজিট ভিসা নিতে হবে।

সামান্য টাকা খরচ করে যদি আপনি নেপাল বা ভুটান ভুটান ভ্রমণ করেই ফেলেন তাহলে পরবর্তীতে ভারতের ভিসা পাবেন না এটা নিশ্চিত। ভারতের ভ্রমণ ভিসা দিয়ে নেপাল বা ভুটান ভ্রমণ করার পর আবার ভারতের ভিসার জন্য আবেদন করলে সাধারণত পাসপোর্টে একটি ফাইল নম্বর দেয়া হয়। এই ফাইল নম্বরটি মূলত ব্লাক লিস্টেড নম্বর। এরপর যতবারই এম্বাসিতে পাসপোর্ট জমা দিবেন রিফিউজ হবে।

এজন্য আমাদের পরামর্শ কোনোভাবেও কাকরভিটা দিয়ে ভারতের ভ্রমণ ভিসায় নেপাল যাবেন না।

ভারতের ভিসা সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমরা এই ওয়েবসাইট এবং ঢাকা ট্যুরিস্টের ফেসবুক পেজ ও গ্রুপে জবাব দেব। ই-মেইলও করতে পারেন এই ঠিকানায়: dhakatourist@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *