Skip to content

কানাডার আকাশে মুখোমুখি দুই সূর্য

Sun-Moon

আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন সূর্যের আলোয়। সূর্য একটাই। কিন্তু একদিন সকালে উঠে দেখলেন আপনার চোখে আলোর পরিমাণ বেশি। আকাশে তাকিয়ে দেখলেন দুটি সূর্য। একসঙ্গে দু’দুটো সূর্য! বলেন কী? এমনটা আবার হয় নাকি? সূর্য তো একটাই। এক এবং অদ্বিতীয়। তবে দ্বিতীয়টা এলো কোত্থেকে? অবিশ্বাস্য হলেও সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ঘুম ভাঙলো এভাবেই।

সত্যিই মিরাকল। এই ঘটনাকে বলা হয় হানটারস মুন। সূর্যের কক্ষপথ পরিবর্তনের ফলে যদি সূর্যোদয়ের সময় আর চাঁদ অস্ত যাওয়ার সময় এক হয়ে যায়, এবং চাঁদ ও সূর্য ঠিক একে অপরের বিপরীতে থাকে তবেই এমন ঘটনা ঘটে। অর্থাৎ ঘটনাটা আসলে চাঁদ-সূর্য মুখোমুখি। কিন্তু বিশেষ কোন বা ডিগ্রিতে থাকার কারণে চাঁদ সূর্যকে এত জোরালোভাবে প্রতিফলিত করে যে, মনে হয় আকাশের দু’পাশে যেন দু’টো সূর্য। প্রায় দু’দিন এই অবস্থানে থাকে চাঁদ-সূর্য। সৌজন্যে : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *