Skip to content

খুললো বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাঁচের সেতু

china_glass_bridge2

৪৩০ মিটার লম্বা কাচেঁর সেতু

শেষ পর্যন্ত খুলে দেয়া হলো চীনে নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু ও লম্বা কাঁচের সেতু।

গতকাল শনিবার মধ্য চীনের হুনান প্রদেশে দর্শনার্থীদের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়। গত ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছিলো।

china_glass_bridge3

দুটি পাহাড়কে সংযুক্ত করেছে এ সেতুটি

china_glass_bridge4

উন্মুক্ত করার আগে নিরাপত্তার দিকটি যাচাই করা হয়েছে নানাভাবে

দুটি পাহাড়কে সংযুক্ত করা পুরোপুরি কাঁচ দিয়ে নির্মিত সেতুটি লম্বায় ৪৩০ মিটার।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলছে এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৪ লাখ ডলার।

তিন স্তরে স্বচ্ছ গ্লাস দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে।

china_glass_bridge

গাড়ি চালিয়েও পরীক্ষা করা হয়েছে

চীনে সাম্প্রতিক সময়ে এ ধরনের কাঁচের সেতুর ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।

যোগ ব্যায়ামসহ নানা ধরনের অনুষ্ঠানও হচ্ছে এমন সেতুগুলোতে।

সম্প্রতি একটি কাঁচের সেতুর সাথে ঝুলন্ত বিছানায় বিয়ের অনুষ্ঠান করে আলোচনায় এসেছে এক দম্পতি। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *