Skip to content

চিকিৎসা ভিসায় নিয়ম শিথিল করেছে ভারত

চিকিৎসার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নিয়মাবলি শিথিল করেছে ভারত। এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশিরাও চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

আজ সোমবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এ ক্ষেত্রে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্রের সঙ্গে যে কোনো স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র ও রোগটির বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের চিকিৎসকদের রোগ নির্ণয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে। চিকিৎসা ভিসা প্রদানের ক্ষেত্রে অন্যান্য নিয়ম-কানুন ও শর্ত অপরিবর্তিত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্রগুলো ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এবং ঢাকার বাইরে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য www.ivacbd.com সাইটটি দেখতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *