শিমুল আহমেদ
গিয়াস উদ্দিন সেলিম। নির্মাতা। ‘মনপুরা’ চলচ্চিত্রের সাফল্যের পর এবার তিনি নির্মাণ করছেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। আগামী মাস থেকে শুরু হচ্ছে এর দৃশ্যধারণ। চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
দ্বিতীয় চলচ্চিত্রের নাম ‘স্বপ্নজাল’ কেন?
গত বছর থেকেই আমার মধ্যে দ্বিতীয় চলচ্চিত্রের ভাবনাটা বাসা বাঁধে। একটু একটু করে আমি এর গল্পটি এগিয়ে নিই। যখন পুরো গল্পটি তৈরি হয় তখন আমার কাছে মনে হয়েছে, গল্পের সঙ্গে ‘স্বপ্নজাল’ নামটি একেবারেই মিলে যায়। তাই চলচ্চিত্রের নাম ‘স্বপ্নজাল’।
‘স্বপ্নজাল’-এর নায়িকা হিসেবে পরীমনিকে কেন বেছে নিলেন?
‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের নাকিয়া শুভ্রা। এর জন্য অনেকেই অডিশন দিয়েছে। আমার কাছে মনে হয়েছে পরীমনির সঙ্গে চরিত্রটি যায়। তাই তাকে ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তার বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়ক ইয়াশ রোহান সোনাই।
চলচ্চিত্রের গল্পটি কেমন?
অনেকে মনে করছেন, ছবির গল্পটি সম্পূর্ণ গ্রামের গল্প। আবার অনেকে ভাবছেন, এটি উপকূলবর্তী মানুষের গল্প। এইটুকু বলি, গল্পটি প্রেমের। গল্পটা নব্বইয়ের দশকের। এর চিত্রনাট্যে উঠে এসেছে গ্রাম-শহর, প্রেম-ভালোবাসা ও বিরহ। পুরো গল্পটি এখন চমক হিসেবেই থাক। সমাজ ও দর্শকদের প্রতি দায়বদ্ধতা থেকেই ছবিটি নির্মাণ করছি। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে এবং দর্শক হলমুখী হবেন।
চাঁদপুরে কেন ছবির শুটিং করবেন?
ছবির গল্পে নদী, ইলিশ ও নৌবন্দর রয়েছে। আমরা জানি, চাঁদপুরের নৌবন্দরে এখনও অনেক প্রাচীন নিদর্শন আছে। এ ছাড়াও গল্পে ইলিশের ব্যবসাকেন্দ্রিক ঘটনাও রয়েছে। এ জন্যই ছবির দৃশ্যধারণের জন্য চাঁদপুর বেছে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কলকাতাতেও এর দৃশ্যধারণ হবে। মধ্য জানুয়ারি থেকে ছবির কাজ শুরু করব। শুরুটা হবে চাঁদপুর দিয়ে।
‘মনপুরা’র সঙ্গে সামঞ্জস্য রেখে ছবির গানগুলো তৈরি করা হয়েছিল। এবারও কী একই রকম পরিকল্পনা আছে?
গল্পের প্রয়োজনে গান। গানের প্রয়োজনে গল্প নয়। গল্পের সঙ্গে মিল রেখে এবারও গানগুলো তৈরি করা হচ্ছে। সঙ্গীত পরিচালনা করছেন অর্ণব। এবারও কৃষ্ণকলির গান থাকছে। থাকছে আরও কিছু চমক। ‘মনপুরা’র মতো ‘স্বপ্নজাল’-এর গানগুলোও মানুষের মুখে মুখে থাকবে।
মাঝে ‘কাজল রেখা’র কাজ করতে চেয়েছিলেন। সেটার কী খবর?
দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে ‘কাজল রেখা’র নাম প্রকাশ করি। তখন এর অনেক কাজও আমি এগিয়েছিলাম। প্রযোজক সংকটে তখন ছবির কাজটি থেমে যায়। সৌজন্যে : সমকাল