মোগল সুবেদাররা জলদস্যুদের আক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে ভাবছিলেন। শেষ পর্যন্ত সুবাদার মীর জুমলা একটি পরিকল্পনা নিয়ে প্রকৌশলীদের সাথে পরামর্শ করেন। সিদ্ধান্ত হলো ঢাকাকে জলদস্যুদের হাত থেকে মুক্ত রাখতে তিনধাপে প্রতিরক্ষা দুর্গ তৈরি করার।
প্রথম দুর্গটি নির্মিত হয় বর্তমান মুন্সীগঞ্জ শহরের কাছে ইছামতি নদীর তীরে ইন্দ্রাকপুর অঞ্চলে। যেখানে ধলেশ্বরীর জল ছুঁয়ে ইছামতি বয়ে গেছে ইন্দ্রাকপুরের পাশ দিয়ে। উদ্দেশ্য ছিল শীতলক্ষ্যায় প্রবেশের আগেই জলদস্যুদের নৌকা যেন কামানের গোলায় ভীত হয়ে ফিরে যায়।

মুন্সীগঞ্জের ইন্দ্রাকপুর জলদুর্গ।
কিন্তু এই এক স্তর নিরাপত্তায় নিশ্চিত হওয়া যায়নি। এবার দ্বিতীয় নিরাপত্তা দুর্গ তৈরি করার সিদ্ধান্ত হয় মোহনা থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে শীতলক্ষ্যার পূর্ব তীরে সোনাকান্দায়। এখানে কামান স্তম্ভ তৈরি করা হয় পশ্চিম দেয়ালের দিকে। জলদস্যুদের নৌকা শীতলক্ষ্যায় প্রবেশ করে কামানের সীমানায় এলে আঘাত হানা হবে।
চূড়ান্ত নিরাপত্তার কথা ভেবে তৃতীয় নিরাপত্তা দুর্গ নির্মিত হয় আরো পাঁচ-ছয় কিলোমিটার উত্তরে শীতলক্ষ্যার পশ্চিম তীরে। বর্তমান নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে।
নদীর তীরে গড়ে তোলা এই প্রতিরক্ষা দুর্গ জলদুর্গ নামে পরিচিত হয়।
আমাদের এবারের ভ্রমণ এই ঐতিহাসিক জলদুর্গ।

হাজীগঞ্জ জলদুর্গ। ভ্রমণ পরিকল্পনার আগে স্থানটি পরিদর্শন করেন ঢাকা ট্যুরিস্ট ক্লাবের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান। প্রথমেই যাব আমরা এই দুর্গে।

ট্যুরিস্ট কার। এ ধরনের একটি এসি গাড়িতে হবে আমাদের ভ্রমণ।
ভ্রমণ পরিকল্পনা
ট্যুরের ধরণ : পারিবারিক গ্রুপ ট্যুর।
রুট : ঢাকা (ডিটিসি অফিস) > হাজীগঞ্জ জলদুর্গ > বিবি মরিয়মের সমাধি ও মসজিদ > ইন্দ্রাকপুর দুর্গ > ইছামতি নদী > মুন্সীগঞ্জ > ঢাকা (ডিটিসি অফিস)
ভ্রমণ তারিখ : ২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার।
যাত্রা শুরু : সকাল ৭.৩০ মিনিট
ভ্রমণ সমাপ্তি : সন্ধ্যা ৭.৩০ মিনিট
ভ্রমণ খরচ : জনপ্রতি ১,০০০/= টাকা, তিন বছরের নিচে ফ্রি। মেম্বারদের জন্য ৮০০/= টাকা।
ব্যুকিং শেষ তারিখ : ১৫ আগস্ট ২০১৬।
পরিবহন : ট্যুরিস্ট কার (এসি)।
আসন : ২৫ জন।
খাবার : সকালের নাস্তা গাড়িতে উঠার পর। মেনু- পরাটা, সবজি, সেদ্ধ ডিম, মিনারেল ওয়াটার।
দুপুরের খাবার নারায়ণগঞ্জ ভ্রমণ শেষে গাড়িতে বসে। মেনু- নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সুগন্ধা হোটেলের কাচ্চি বিরিয়ানি (প্যাকেট), মিষ্টান্ন, মিনারেল ওয়াটার।
ইছামতি নদীর তীরে বিকেলের স্ন্যাকস। মেনু- চা-বিস্কুট।
গ্রুপ লিডার : মোস্তাফিজুর রহমান। মোবাইল- ০১৬১২ ৩৬০ ৩৪৮।
পরবর্তী আকর্ষণ : ঈদের বন্ধে বাংলার দার্জিলিং সাজেক ভ্রমণ।
যাত্রা শুরু ১৩ সেপ্টেম্বর, রাত ১০টা। ভ্রমণ খরচ- ৫৯৫০/= টাকা।