Skip to content

জীবনানন্দের স্ত্রী জয়া আহসান

আসছে কবি জীবনানন্দ দাশের জীবন নিয়ে সিনেমা ‘ঝরা পালক’। এতে কবির স্ত্রী লাবণ্য দাশের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান।

পশ্চিম বাংলার সায়ন্তন মুখার্জীর পরিচালনায় সম্প্রতি শুরু হয়েছে ‘ঝরা পালক’-এর দৃশ্যধারণের কাজ। এতে জীবনানন্দের বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসু ও রাহুলকে।

সিনেমায় জীবনানন্দের স্ত্রী লাবণ্য দাশের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে।

এ প্রসঙ্গে ‘বিসর্জন’ অভিনেত্রী জয়া বলেন, “জটিল চরিত্র। স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে গ্রে এরিয়া ছিল। সেটাই দেখানোর চেষ্টা করছি। খুব ভাল লাগছে কাজটা।’’

জীবনানন্দের কবিতা মানেই সবার প্রথমে মনে আসবে ‘বনলতা সেন’-এর কথা। তবে ‘ঝরা পালক’-এ এমন কোনো চরিত্র নেই।

এ প্রসঙ্গে জয়া বলেন, “মাঝে মাঝে মনে হয় লাবণ্যই বনলতা। তবে এ কথা নিশ্চিত ভাবে বলতে পারি, জীবনানন্দের কাজে লাবণ্যর ভূমিকা অবশ্যই রয়েছে।’’

কবির বিভিন্ন লেখা পড়ে ও গবেষণা করে ‘ঝরা পালক’-এর চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই।

ছবির বেশির ভাগ শুটিং কলকাতাতে হলেও কবির জন্মস্থান বরিশালেও কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। সৌজন্যে : বিডিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *