Skip to content

টালিউডের রেকর্ড ভাঙল ‘অ্যামাজন অভিযান’

২২ ডিসেম্বর ‘অ্যামাজন অভিযান’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে ব্যাপক আলোচনায় রয়েছে। এখনও পর্যন্ত ব্যবসা করেছে ১৫ কোটি রুপি। টালিউডের ইতিহাসে এটাই প্রথম বাংলা ছবি যা প্রথম সপ্তাহেই ১০ কোটির ওপরে ব্যবসা করল।

বক্স অফিস কালেকশনস এর দাবি প্রথম পাঁচ দিনেই ১২.২৬ কোটির ব্যবসা করেছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘অ্যামাজন অভিযান’। দেব অভিনীত এই ছবি বড়দিনেই বক্স অফিস থেকে ব্যবসা করেছিল প্রায় ৩.৭০ কোটি রুপি। ছবির এই আকাশ ছোঁয়া সাফল্যে ব্যাপক খুশি প্রযোজক সংস্থা এসভিএফ-এর অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি।

ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-কে দেওয়া প্রতিক্রিয়ায় প্রযোজক তথা পরিচালক মহেন্দ্র সোনি জানিয়েছেন, অ্যামাজন অভিযান ছবির এই সাফল্য আমাদের কাছে অপ্রত্যাশিত। দর্শক এই ছবিকে ভীষণ পছন্দ করেছে, আমরা ভীষণ খুশি।

প্রসঙ্গত, সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সঙ্গেই গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘অ্যামাজন অভিযান’। চলতি বছরের শেষ সপ্তাহে দর্শক মহলে ছবিটি প্রশংসার বানে ভাসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *