মুসলমানদের জন্য তুরস্কের এক ট্রাভেল কোম্পানি প্রথমবারের মত সেদেশে “একশ’ ভাগ হালাল” প্রমোদতরী ভ্রমণ চালু করছে।
সেপ্টেম্বরের শেষে এজিয়ান সাগরে এই প্রমোদভ্রমণ চালু হবে।
এই প্রমোদতরীতে পুরুষ এবং মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা জায়গায় খেলাধুলা, টার্কিশ বাথ এবং স্পা’র ব্যবস্থা থাকবে।
তুরস্কের এক বার্তা সংস্থা আনাডুলো এই খবর দিয়েছে।
এই প্রমোদতরীতে কোনো মদ বা শুকরের মাংস পরিবেশন করা হবে না। থাকবে না কোনো জুয়ার ব্যবস্থা।
এই প্রমোদতরীর আসবাবপত্র পর্যন্ত ইসলামী শরিয়া অনুযায়ী বাছাই করা হচ্ছে। যেমন জাহাজের কোনো দেয়ালে বা আসবাবপত্রে এমন কোন পেইন্টিং থাকবে না, যা ইসলামী মূল্যবোধের বিরোধী, বলেছেন ‘ফিউশন ক্রুজ’ নামের কোম্পানির প্রজেক্ট ম্যানেজার গোকমেন আয়দিনালপ।
চারদিনের এই প্রমোদ ভ্রমণের নাম দেয়া হয়েছে ‘অন দ্য ট্রেইলি অব দ্য অটোম্যানস’। প্রমোদতরীটি পর্যটকদের নিয়ে যাবে রোডস এবং ক্রীট দ্বীপে।
হালাল ট্যুরিজমের ব্যবসা তুরস্কে ক্রমশ বাড়ছে। যেসব মুসলিম তুরস্কে বেড়াতে যান, তাদের চাহিদা মেটাতে গড়ে উঠছে বিশেষ হোটেল।
এসব হোটেলে মহিলাদের জন্য আলাদা সুইমিং পুল এবং আলাদা সমুদ্র সৈকতের ব্যবস্থা রাখা হয়। সূত্র : বিবিসি বাংলা