Skip to content

দীপিকা পাডুকোন যে কারণে বিতর্কে

‘পদ্মাবতী’ ছবির মুক্তিকে কেন্দ্র করে কেউ দীপিকা পাডুকোনের মাথা কেটে নিলে তাকে ১০ কোটি রুপি দেয়ার ঘোষণা করেছেন হরিয়ানার বিজেপি নেতা৷ এ নিয়ে চলছে বিতর্ক৷ অতীতেও কয়েকটি ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন বলিউডের এই অভিনেত্রী ৷

রাম লীলা

আগে সঞ্জয় লীলা বানসালির এই চলচ্চিত্রের কারণেও সমস্যায় পড়েছিলেন দীপিকা৷ ‘রাম লীলা’ মুক্তির আগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল৷ কিছু হিন্দু দর্শক ছবির নাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই সময় ৷

‘মাই চয়েস’ বা আমার পছন্দ

‘ভোগ’ ম্যাগাজিনের জন্য ‘মাই চয়েস’ নামে একটি ভিডিও শ্যুটে অংশ নিয়েছিলেন দীপিকা৷ ঐ ভিডিও নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি৷ ভিডিওতে তিনি বিয়ের আগে বা বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন৷ তাঁর মন্তব্যে চটেছিলেন বেশ কিছু মানুষ ৷

ইনস্টাগ্রাম ট্রোলিং

একটি পার্টিতে রণবীর কাপুরের দূর সম্পর্কের ভাই আরমান এবং অন্য এক জনের সঙ্গে ছবি তুলেছিলেন দীপিকা৷ সেটা নিয়ে ইনস্টাগ্রামে ব্যাপক ট্রোল হয়৷ এই ছবিকে কেন্দ্র করে তখন দীপিকার বিরুদ্ধে অনেকেই অশালীন মন্তব্য করেছিল ৷

ক্লিভেজ

‘টাইমস অফ ইন্ডিয়া’ পত্রিকায় একটি ছবি ছাপা হয়েছিল দীপিকার৷ ফটোগ্রাফার এমনভাবে ছবিটি তুলেছিলেন, যাতে ছবির সমস্ত মনোযোগ দীপিকার ক্লিভেজের দিকে যায়৷ দীপিকা এ নিয়ে ভীষণ ক্ষেপে গিয়ে মন্তব্য বলেছিন, তিনি নারী এবং তাই তাঁর স্তন রয়েছে৷

কফি উইথ করণ

পরিচালক করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ দীপিকার সঙ্গে রণবীর কাপুরের বিচ্ছেদ নিয়ে কথা হচ্ছিল৷ রণবীর কাপুরের বিশ্বাসঘাতকতা প্রসঙ্গে দীপিকা বলেন, রণবীরের কনডোমের বিজ্ঞাপন করা উচিত৷ নিজের ছেলের সম্পর্কে এমন কথা শুনে ভীষণ ক্ষেপে গিয়েছিলেন ঋষি কাপুর ৷

প্লাস্টিক সার্জারি

‘কফি উইথ করণ’-এ একবার দীপিকার সঙ্গে হাজির হয়েছিলেন সোনম কাপুর৷ তাঁরা দু’জনে সেসব অভিনেত্রীকে নিয়ে মজা করেছিলেন, যাঁরা নিজেদের সৌন্দর্য্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন৷ বলিউডের অনেকেই এই মজা করাটা ভালোভাবে নেয়নি ৷

দম মারো দম

‘হরে কৃষ্ণ হরে রাম’-এর গানের রিমিক্সে দীপিকার নাচ ভক্তদের ভীষণ পছন্দ হয়েছিল৷ কিন্তু এই গানের মূল অভিনেত্রী জিনাত আমান এতে মোটেও খুশি হননি৷ তার সবচেয়ে আপত্তি ছিল গানের কথা পরিবর্তন করায়৷

সিদ্ধার্থ মাল্য

নিজের ক্যারিয়ারের শুরুতে দীপিকার সঙ্গে শিল্পপতি বিজয় মাল্য’র ছেলে সিদ্ধার্থ মাল্য’র ঘনিষ্ঠ সম্পর্ক ছিল৷ তবে দীপিকা কখনো প্রকাশ্যে এ কথা বলেননি৷ কিন্তু একটি টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন সিদ্ধার্থ দীপিকাকে চুম্বন করেন৷ তখন এই বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল৷

পদ্মাবতী

মুক্তির অপেক্ষায় থাকা ‘পদ্মাবতী’ ছবির জন্য দীপিকার মাথার দাম ১০ কোটি রুপি ঘোষণা করেছে হরিয়ানার এক বিজেপি নেতা৷ ছবিটি মুক্তি পেলে দীপিকার নাক কেটে নেওয়ার হুমকি দিয়েছে রাজস্থানের করনি সেনারা৷ বিক্ষোভকারীদের অভিযোগ, ‘‘এই ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে৷ রানি পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজির অন্তরঙ্গ সম্পর্ক দেখানো হয়েছে; যা মুক্তি পেলে ওই অঞ্চলের মানুষের ভাবাবেগে আঘাত লাগবে ৷’’ সৌজন্যে : ডিডব্লিউ.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *