Skip to content

দুবাইতে ট্রাফিক রুল মেনে চলায় গাড়ি উপহার

দুবাই শহরে বিলাসবহুল গাড়ি

দুবাই শহরে বিলাসবহুল গাড়ি

দুবাই শহরের রাস্তায় নিয়ম কানুন মেনে গাড়ি চালানোর কারণে দু’জন চালককে একেবারে নতুন দুটো গাড়ি উপহার দেওয়া হয়েছে।
নিরাপদ গাড়ি চালনাকে উৎসাহিত করতে কর্তৃপক্ষ এই প্রকল্পটি গ্রহণ করেছে যার নাম দেওয়া হয়েছে ‘হোয়াইট পয়েন্টস।’
যেসব ড্রাইভার সারা বছরে একবারও ট্রাফিক রুল ভাঙে না তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবং পরে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।
সর্বোচ্চ পুরষ্কার হচ্ছে নতুন গাড়ি।
পুলিশ বলছে, এই প্রকল্প চালু করার পর সংযুক্ত আরব আমীরাতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অনেক কমে গেছে।
পুলিশ বলছে, তারা চায় ২০২০ সালের মধ্যে এই নিহতের সংখ্যা শূন্যতে নামিয়ে আনতে।
বিজয়ী একজন চালক লায়লা মোহাম্মদ মোবারক বলেন, “পুরষ্কার না দেওয়া হলেও মানুষজনের নিরাপদে গাড়ি চালানো উচিত।”
একটি ব্যাঙ্কে কাজ করেন তিনি। এবং এখন তিনি নতুন একটি গাড়ির মালিক।
“তবে আমি ‘হোয়াইট পয়েন্ট’ দেওয়ার সিস্টেম পছন্দ করেছি কারণ এটা লোকজনকে ট্রাফিক রুল মেনে চলতে উৎসাহিত করছে।” বলেন তিনি।
২০১২ সালে এই প্রকল্পটি চালু করা হয়।
এপর্যন্ত মোট দেড় হাজার চালককে পুরষ্কার দেওয়া হয়েছে। তবে তাদের সবাইকে কিন্তু গাড়ি দেওয়া হয়নি।
অন্যান্য উপহারের মধ্যে রয়েছে ভাউচার এবং হোটেলে রাত্রিবাসের সুযোগ।
তারা ২৪টি ‘হোয়াইট পয়েন্ট’ পান এবং মজার ব্যাপার হচ্ছে এসব পয়েন্ট ছোটখাটো ড্রাইভিং অপরাধ তুলে নেওয়ার জন্যেও ব্যবহার করা যায়।
নিউজিল্যান্ডের অনেক স্থানেও নিরাপদে গাড়ি চালানোর জন্যে এরকম উপহারের প্রচলন আছে।
তবে সেখানে পুরষ্কার অতোটা আকর্ষণীয় নয়।
নতুন গাড়ির বদলে তাদেরকে দেওয়া হয় সুপারমার্কেটের ভাউচার।
সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *