Skip to content

ধনী-গরিবের জীবন

ধনী অার গরিবের জন্য প্রতিদিন একই সূর্য ওঠে আর একই সূর্য অস্ত যায়। কিন্তু এই দু’জনের জীবনটা একভাবে শুরু বা শেষ হয় না। একজন ধনী যখন বিলাসবহুল কক্ষে রাত কাটায় তখন একজন গরিব রাত কাটায় বস্তির শক্ত বিছানায। কখনো মাথার নিচে বালিশ থাকে, কখনো বালিশের জায়গা নেয় ইট। কিন্তু একজন গরিবের জীবনটা যখন বুঝতে চায় একজন ধনি, তখন? দেখুন ভিডিওতে।

https://www.youtube.com/watch?v=h77lbarWUVI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *