Skip to content

নিজ প্রযুক্তিতে চীনের জেট প্লেন

নিজস্ব প্রযুক্তিতে নিজ দেশে তৈরি বড় আকারের যাত্রীবাহী জেট প্লেনের ষষ্ঠ বার পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়েছে চীন। ১৬৮ আসনের সি৯১৯ কে মনে করা হচ্ছে বোয়িং ৭৩৭’র প্রতিদ্বন্দ্বী।

শুক্রবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৩৮ মিনিটে সাংহাইয়ের পুডং আন্তর্জতিক বিমানবন্দর থেকে রওয়ানা করে প্লেনটি দুপুর ২টায় জিয়ান ইয়ানলিয়াংয়ে অবতরণ করে। এটি ছিল অভ্যন্তরীণ রুটে প্লেনটির প্রথম পরীক্ষামূলক উড়ান।

পাঁচজন ক্রু নিয়ে ৭ হাজার ৮শ মিটার উচ্চতা দিয়ে ১৩শ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয় সি৯১৯। এখবর জানিয়েছে সাংহাইভিত্তিক জেট প্লেন তৈরি প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চীন।

গত মে মাসে প্লেনটি প্রথম পরীক্ষামূলক চীনের আকাশে উড়ে। প্রযুক্তিখাতে এটি চীনের অন্যতম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। চীন এরকম ছয়টি প্লেন তৈরির প্রস্তুতি নিচ্ছে। এ বছরের শেষের দিকে দ্বিতীয়টির পরীক্ষামূলক উড্ডয়ন চালানো হতে পারে।

এরইমধ্যে ২৭ জন গ্রাহকের কাছ থেকে সি৯১৯ এর অর্ডার পেয়েছে চীন। প্লেনটির সঙ্গে এয়ারবাস ৩২০ ও বোয়িং ৭৩৭ এর তুলনা করা হচ্ছে। সূত্র : বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *