সাইফুল ইসলাম
ঘূর্ণিঝড় ‘কোমেন’-এর প্রভাবে জোয়ার ও জলোচ্ছ্বাসে নিমজ্জিত নিঝুম দ্বীপ। ঘূর্ণিঝড়ে সাগরের লোনা পানিতে প্লাবিত নিঝুম দ্বীপের প্রায় পুরোটা। সঙ্কটে পড়েছে হরিণের পাল। অবিরাম পানিতে চলাফেরা তার পক্ষে দুঃসাধ্য। তার উপর মাটিতে বিশ্রাম কিংবা ঘুমানোরও উপায় নেই। তার চাইতে বড় সঙ্কট পানীয়জল। সবটাই সাগরের লোনাপানি। পুকুর বা জলাশয়েও। তৃষ্ণা নিবারণের কোনো উপায় নেই এসব হরিণের। সূত্র : ইত্তেফাক
