Skip to content

পর্যটকদের বিনামূল্যে সিম কার্ড দিচ্ছে নেপাল

Nepal

পর্যটক আকর্ষণে এবং নিরাপত্তা ভীতি প্রশমনে নবাগত পর্যকটকদের মধ্যে বিনামূল্যে সিম বিতরণ শুরু করেছে নেপাল। গত বছরের শক্তিশালী ভূমিকম্প ও তুষার ধসের পর তারা এ ধরনের অভিনব প্রদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার এক কর্মকর্তা এ কথা জানান।

গত বছরের এপ্রিলে দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় নয় হাজার লোকের প্রাণহানি ঘটে এবং ভূমিকম্পের ফলে সৃষ্ট তুষার ও ভূমিধসে পাহাড়ে ওঠার বিভিন্ন রুট ক্ষতিগ্রস্ত হয় ও দুর্গম বিভিন্ন এলাকায় অনেক পর্যটক আটকা পড়ে।

বুধবার সরকারি কর্মকর্তারা কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো সকল পর্যটককে পঞ্চাশ রুপী ব্যালান্সসহ বিনামূল্যে একটি সিম কার্ড দেয়া শুরু করেছে।

নেপাল পর্যটন বোর্ডের মুখপাত্র শারদ প্রধান এএফপিকে বলেন, ভূমিকম্পের আঘাতে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই বিশ্ববাসীকে আমরা বলার চেষ্টা করছি যে, নেপাল এখন পর্যটকদের কাছে একটি নিরাপদ স্থান।

কার্ডটি পথপ্রদর্শকদের কাছে খুবই কার্যকরী হবে এবং এর সাহায্যে দ্রুত উদ্ধার অভিযান চালানো যাবে। সূত্র : এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *