Skip to content

পর্যটকদের সবচেয়ে বড় চাহিদা ‘ফ্রি ওয়াই-ফাই’

পর্যটকদের কাছে অতি প্রয়োজনীয় এবং পছন্দের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ফ্রি ওয়াই-ফাই। যেকোনো শহরে বা হোটেলে গিয়েই তারা ফ্রি ওয়াই-ফাই খোঁজেন। টপ হোটেল অ্যামেনিটি এর এক জরিপে বলা হয়, ব্যবসার কাজে বা ঘুরতে আসা উভয় পর্যটকদের কাছে ফ্রি ওয়াই-ফাই অতি জরুরি বিষয়।

Travellerগোটা বিশ্বের ৪ হাজার ৭০০ জন পর্যটকের কাছ থেকে মতামত নেওয়া হয়। এদের ৫৩ শতাংশকে কাছে ফ্রি ওয়াই-ফাই না হলেই নয়। তা ছাড়া ভারতীয় উপমহাদেশের পর্যটকরাও যেখানেই যান, সেখানেই ফ্রি ওয়াই-ফাই খোঁজেন। এ ছাড়া ব্যায়ামাগারসহ শপিংমলেও এ সুবিধা চান তারা।2

৭১ শতাংশ পর্যটক ওয়াই-ফাইকে ফ্রি করতে পথও দেখিয়ে দিয়েছেন। তাদের মতে, হোটেলে মিনি বার, ডিভিডি প্লেয়ার বা বাথরুম ফোনের মতো অপ্রয়োজনীয় জিনিসের খরচ কমিয়ে ইন্টারনেট ফ্রি দিতে পারে।

ইতিমধ্যে আর্জেন্টিনা, সিঙ্গাপুর এবং স্পেইনের পর্যটকরা এ বিষয়কে সবচেয়ে বেশি সমর্থন জানিয়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *