আসন্ন বড়দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে বিশেষ আনুষ্ঠানিকতা। পাঁচ তারকা, তিন তারকা হোটেলগুলো সাজছে ক্রিস্টমাস সাজে। দিনটিকে ঘিরে আয়োজন রাখছে বিশেষ রেসিপি, বিশেষ পার্টির। বড়দিনের এসব বিশেষ আয়োজনের খবর থাকছে প্রতিবেদনে
দ্য ওয়েস্টিন ঢাকা : ইতিমধ্যেই ক্রিস্টমাস ডেকোরেশনে হোটেল ওয়েস্টিন সেজেছে জমকালো আলোকসজ্জা আর ওর্নামেন্টাল সাজে। বড়দিনের প্রাক্কাল থেকেই হোটেলটি সব বয়সীর জন্য আয়োজন করেছে বিশেষ মধ্যাহ্ন এবং নৈশভোজের। বড়দিনের বিভিন্ন কেক, পুডিংসহ এই আয়োজনের বিশেষ ডিসে থাকছে খাসির রানের রকমারিতা। আর সেই তালিকায় বড়দিনের প্রথাগত তার্কিস রোস্ট তো থাকছেই। বড়দিনের এই আয়োজনে হোটেলটি মাথায় রেখেছে শিশুদের কথাও। তাদের জন্য বিশেষ রেসিপির পাশাপাশি এই দিনে থাকবে শান্তা সানি্নধ্য নেওয়া এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ। আর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে শিশুদের জন্য বিশেষ পার্টি। গ্রান্ডরুমে থাকছে বড়দের আরও আয়োজন।
আমারি ঢাকা : বন্ধু-বান্ধব এবং পরিবারের সবাইকে নিয়ে মজায় কাটুক বড়দিন। এমন চিন্তা-ভাবনায় হোটেল আমারি ঢাকা সেজেছে বড়দিনের বিশেষ সাজে। থাকছে বিশেষ পার্টির ব্যবস্থা এবং ভিন্নধর্মী খাবারের আয়োজন। তার্কিস ডিনার আইটেমসহ এখানে থাকছে গান শুনতে শুনতে খাওয়ার বিশেষ আয়োজন। লাইভ কুকিংয়ে হোটেলটি আয়োজন করবে ওপেন ডাইনিংয়ে বাফেট সিস্টেম ডিনার, যেখানে শেফ নিজেই উপস্থিত থাকবে এবং অতিথিদের স্বাদ বুঝে পরিবেশন করার সেরা চেষ্টাতেই নিয়োজিত থাকবে সব শেফ। এ ছাড়া শিশু, বড়দের রুচি বুঝে হোটেলে আয়োজন করা হবে কেক এবং বিভিন্ন ডেসার্টের। বিশেষ ডিনারের অফারটি চলবে ২৫ এবং ২৬ ডিসেম্বর।
রেডিসন : বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর হোটেল রেডিসন ওয়াটার গার্ডেন আয়োজন করবে বিশেষ অনুষ্ঠানের। ওই দিনে হোটেলের উৎসব হলে বিকেল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত আয়োজন করা হবে কয়েক দফার প্রদর্শনী। গণমাধ্যমের উপস্থিতিতে তাদের আয়োজন তালিকায় থাকবে ব্যান্ড সঙ্গীত, শিশুদের জন্য ক্রিস্টমাস গুডিস, ম্যাজিক শো, কিডস প্লে কর্নার, ক্যান্ডি ফ্লপস স্টেশন, ফিঙ্গার ফুড বাফেট।
ঢাকা রিজেন্সি : বড়দিনকে বরণ করতে প্রতিবারের মতো এবারও নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। হোটেলের ভেতরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি এবং নানা রঙের বাতি দিয়ে। তবে বড়দিনের আসল আয়োজনটি করা হবে ২৫ ডিসেম্বর রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ। বেলা ১১টা থেকেই শুরু হয়ে যাবে বড়দিনকে বরণ করে নেওয়ার এই জাঁকজমকপূর্ণ আয়োজন। চলবে দুপুর ১টা পর্যন্ত। এ আয়োজনে শিশুদের জন্য থাকবে টয় ট্রেন, বাউন্সি, বল হাউস, জাদুসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। আর এই আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে হাজির হবেন সান্তাক্লস তার নানা উপহার ও আরও কিছু নতুন চমক নিয়ে।
এ ছাড়া বড়দিনের আগের দিন থাকছে ‘গ্রান্ডডিয়স’ এবং রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইনে’ ডিনারের বিশেষ ব্যবস্থা এবং পরের দিনও থাকছে লাঞ্চের বিশেষ আয়োজন। সূত্র : সমকাল