বারো শতকে তৈরি চীনের ফুজিয়ান প্রদেশের এই সেতু পরিচিত আনপিং সেতু নামে। বিশাল বিশাল পাথরের টুকরা দিয়ে তৈরি সেতুটি দৈর্ঘ্যে দুই হাজার ৭০০ মিটার। ১৯০৫ সাল পর্যন্ত এটাই ছিল চীনের দীর্ঘতম সেতু।
পথচারীদের বিশ্রামের জন্য একসময় সেতুটির মাঝখানে পাঁচটি প্যাভিলিয়ন ছিল। যদিও এখন অবশিষ্ট আছে কেবল একটি।
ঐতিহাসিক এলাকা হিসেবে সেতুটিকে সংরক্ষণের আওতায় এনেছে চীন সরকার। আর এর আশপাশের এলাকাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করতে গড়ে তোলা হচ্ছে পার্ক। সৌজন্যে: কালের কণ্ঠ