জলপ্রপাত কি কখনও নীচে পড়ার পরিবর্তে উপরের দিকে উঠতে দেখেছেন? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। অভিকর্ষের সমস্ত নিয়মের বেড়াজাল ভেঙে দিয়েছে এই ঘটনা।
গত ৭ ডিসেম্বর আয়ারল্যান্ডে গ্লেন্সার জলপ্রপাতের ঘটনা। ওই সময় ব্রিটেনের পশ্চিম উপকূলে আছড়ে পড়েছিল ডেসমন্ড নামে একটি শক্তিশালী ঝড়। সচরাচর এই ঘটনা চোখে না পড়লেও বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনার জন্য দায়ী করেছেন ‘আপড্রাফ্ট’ নামে একটি ঘটনাকে। এই ঘটনার ভিডিওটি শুট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে হাওয়ার সঙ্গে জলের যুদ্ধ চলছে। সৌজন্যে : আনন্দবাজার পত্রিকা