Skip to content

পানির ওপর অনায়াসে হেঁটে ছুটে বেড়ান এই মহিলা

মাটিতে হাঁটা যায়। আকাশে ওড়া যায়। পানিতে সাঁতার কাটা যায়। মানুষ এমনটা করেই অভ্যস্ত।

কিন্তু চেনা ছকের বাইরে গিয়ে স্লোভাকিয়ার লেনকা টানের অদ্ভূত এক কাজ করেন।

Swim

তিনি পানির ওপর দিয়ে ভেসে ভেসে হেঁটে, চলে, ছুটে বেড়ান। পানির মধ্যে স্বাচ্ছন্দ্যে হেঁটে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন স্লোভাকিয়ার ২৮ বছরের এই মহিলা।

প্রথমে সবাই ভাবতেন লেনকা বোধহয় জাদু জানেন, তাই এভাবে পানির মধ্যে হাঁটতে পারছেন।

Swim2

অনেকে আবার বলতেন, সবাইটা চোখে ধুলো দেওয়া। কেউ কেউ বলতেন, পানির তলায় নিশ্চই বরফের চাঁই হয়। কিন্তু অনেক পরীক্ষার পর দেখা যায় একেবারে পানির ওপর দিয়ে হেঁটে, ছুটে বেড়াচ্ছেন তিনি।

কিন্তু লেনকা নিজেই ফাঁস করলেন তাঁর এই রহস্য।

Swim3

বললেন, বহু বছরের অভ্যাসের পর তিনি পানিতে হাঁটার কায়দা রপ্ত করেছেন। এই বিষয়ে প্রায় কুড়ি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করা লেনকা বললেন, কাজটা মোটেও কঠিন নয়।

লেনকা এখন পেশাদার সিক্রোনাইজ সাঁতারু। সূত্র : জিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *