Skip to content

পানির নিচে ঝুলন্ত ব্রিজ!

ফজলে এলাহী রাঙামাটি
রাঙামাটির অন্যতম আকর্ষণীয় স্থান ঝুলন্ত সেতুর ওপর পানি উঠেছে। গত কয়েকদিনের টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আজ রোববার থেকে সেতুটির পাটাতন ডুবে যায়।

Kaptai

পর্যটন করপোরেশন রাঙামাটির ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, সেতুর পাটাতন পানির নিচে যাওয়ায় বর্তমানে কমপ্লেক্সে টিকেট বিক্রি বন্ধ রাখা হয়েছে। তবে সেতুর অপর পাড়ের লোকজনের চলাচলের সুবিধার্থে এখনো সেতুটি বন্ধ করে দেওয়া হয়নি।

রাঙামাটি শহরে আজ বৃষ্টি না হওয়ায় এবং রোদ ওঠায় সেতুটির পাটাতনের পানি এক-দুদিনের মধ্যে কমে গিয়ে পর্যটক চলাচলের উপযোগী হবে বলে জানিয়েছেন আলোক বিকাশ চাকমা। সূত্র : এনটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *