১৯০৫ সালে ঢাকার পিলখানায় হাতির বহর। হাতিগুলোকে নেয়া হতো মগবাজারের ঝিলে। এ জন্য এই ঝিলের নাম হাতির ঝিল। সম্প্রতি এই ঝিলের সৌন্দর্যবর্ধন করা হয়েছে। আর যে রাস্তা দিয়ে হাতিগুলোকে ঝিলে নেয়া হতো সেই রাস্তার নাম হাতি সড়ক। যাকে আমরা এলিফ্যান্ট রোড বলে বেশি চিনি।
