Skip to content

পুঁটি ৩ কেজি!

Puti

এমরান হাসান সোহেল
ছোট মাছের উদাহরণ দিতে গেলেই প্রথম সারিতে আসে পুঁটির নাম। কিন্তু গত বুধবার (৩০.০৯.১৫) পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে শৌখিন মৎস্য শিকারি সাইফুল ইসলামের বড়শিতে ধরা পড়া এই পুঁটি মাছের অবয়ব দেখলে যে কারোরই চোখ ছানাবড়া হয়ে যাবে। কারণ- মাছটির ওজন তিন কেজি ১০০ গ্রাম, দৈর্ঘ্য ২১ ইঞ্চি! মৎস্য বিশেষজ্ঞরা জানান, দেশি জাতের পুঁটি খুবই ছোট হয়। তবে বিদেশি জাতের পুঁটি এক থেকে সোয়া কেজি পর্যন্ত হতে পারে। সূত্র : কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *