মৃত্যুঞ্জয় রায়
সাগরের বুকে আকাশের নীল রঙ প্রতিফলিত হয় বলেই সাগরের জলের রঙ নীল। কিন্তু সেই নীল সাগরের বুকে যদি কেউ রক্তের মতো লাল স্রোত আর ঢেউ আসতে দেখে তাহলে সেটা ভুতুরে মনে হবে না কি?
কোনো কোনো সাগরের জলে সে রকম ঘটনাই ঘটে। মনে হয় যেন এইমাত্র কোনো আগ্নেয়গিরি থেকে টগবগে গরম লাল লাভা এসে সাগরে পড়েছে আর সেগুলো সাগরের ফেনা হয়ে ভেসে বেড়াচ্ছে।
একধরনের লাল শৈবাল বা এলজির কারণে সাগরের পানিতে এমন লাল স্রোতের সৃষ্টি হয়।
সাগরের পানিতে এসব শৈবালের অণুবীণিক এককোষী দেহ মিশে থাকে। যার ফলে সাগরের পানি রক্তের মতো লাল রঙ ধারণ করে। এসব শৈবালের মধ্যে কিছু শৈবাল বিষাক্ত টক্সিন তৈরি করে; যার ফলে সেখানে কোনো মাছ, পাখি বা সামুদ্রিক প্রাণী বাঁচতে পারে না। এমনকি মানুষের জীবনও এর ফলে বিপন্ন হতে পারে। সূত্র : নয়া দিগন্ত