Skip to content

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে কর নেই: এনবিআর

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে কোনো ধরনের কর বসানো হয়নি বলে স্পষ্ট করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া।

তিনি বলেছেন, হুন্ডি ব্যবসায়ীরা ফায়দা লুটতে সামাজিক যোগযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে প্রবাসীদের বিভ্রান্ত করছে। বিদেশে কষ্টার্জিত অর্থ ব্যাংকের মাধ্যমে বৈধ উপায়ে দেশে পাঠানোর আহ্বান এনবিআর চেয়ারম্যানের।

গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে কর বসানোর কোনো কথা না থাকলেও গত দু‘দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল।

বিষয়টি এনবিআর চেয়ারম্যানের নজরে আনলে এনিয়ে কথা বলেন তিনি।

ঈদের আগে অবৈধ লাভের আশায় হুন্ডি ব্যবসায়ীরা এ ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে বলেও মন্তব্য তার।

অপপ্রচারকারী কাউকে খুঁজে পাওয়া গেলে উপযুক্ত শাস্তি দেয়া হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। সূত্র: চ্যানেল আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *