ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে প্রাপ্ত বিমানের ডানা সদৃশ বস্তুটি মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ বিমানের বলে জানিয়েছন দেশটির প্রধামন্ত্রী নাজিব রাজাক। বিমানের ওই অংশটি পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার এ কথা জানান মালয়েশীয় প্রধানমন্ত্রী।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর ১৭ মাস আগে হারিয়ে যাওয়া ওই বিমান নিয়ে রহস্যের অবসান হলো। এমএইচ৩৭০ নামের বিমানটি ভারত মহাসাগরেরই কোনো অংশে বিধ্বস্ত হয়েছিল বলে ‘প্রায়’ নিশ্চিত হয়েছেন বিশ্লেষকরা। তবে বিমান বিধ্বস্তের কারণ এখনও অজানা।
গত বছরের ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে হারিয়ে যায় এমএইচ৩৭০। এরপর অনেক খোঁজাখোঁজি করেও এর সন্ধান মেলেনি।
এক সপ্তাহ আগে ভারত মহাসাগরের ফরাসি মালিকানাধীন রিইউনিয়ন দ্বীপে বিমানের ডানা সদৃশ দুই মিটার লম্বা একটি বস্তু ভেসে আসলে এ নিয়ে আবারো আলোচনা শুরু হয়। এরপর সেটি ফ্রান্সে নিয়ে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীনের বোয়িং বিমান বিশেষজ্ঞদের সামনে পরীক্ষা করা হয়। পরীক্ষায় সেটি এমএইচ৩৭০ বিমানের বলে নিশ্চিত হন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞাদের কাছ থেকে তথ্য পাওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বস্তুটি নিখোঁজ বিমানের বলে জানান। তবে ফ্রান্সের বিশেষজ্ঞরা সেই কথাই অনেকটা ঘুরিয়ে প্রাপ্ত বস্তুটি নিখোঁজ বিমানের হওয়ার ‘সম্ভাবনা খুবই বেশি’ বলে উল্লেখ করেন। তারা এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চান।