Skip to content

বরিশালে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন

Barisal-Indian-Visa

প্রদীপ প্রজ্জ্বলের মাধ্যমে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ আজ রোববার বরিশাল নগরীর হাসপাতাল সড়কের ভিসা অফিসে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেছেন।

উদ্বোধনী বক্তব্যে পঙ্কজ শরণ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উক্তি উদ্ধৃত করে বলেন, আমরা সামনে পিছনে নয়; এক সাথে পাশাপাশি চলতে চাই। সে লক্ষ্যে বাংলাদেশের মানুষের সময় বাঁচাতে ও আর্থিক ভোগান্তি থেকে রক্ষায় ভারতীয় ভিসা সহজে পাবার জন্য বরিশাল ছাড়াও রংপুর এবং ময়মনসিংহে একযোগে ভিসা আবেদন সেন্টারের উদ্বোধন করা হলো। ভিসা পেতে মানুষকে যেন ভোগান্তি পোহাতে বা দালালের কবলে না পড়তে হয় সেদিকেও নজর রাখা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড পিনা চক্রবর্তী, সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার মো. গাউস, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ সেনগুপ্ত, বরিশাল নগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ। আযাদ আলাউদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *