আগামীকাল (০৪/০৩/১৬) যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার ছবি ‘লন্ডন হ্যাজ ফলেন’। একইদিনে বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। দেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাস-এ। ২০১৩ সালের আলোচিত ছবি ‘অলিম্পাস হ্যাজ ফলেন’-এর সিক্যুয়াল এই ছবি পরিচালনা করেছেন ব্যবাক নাজাফি। এতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, অ্যারন এখারট, মরগ্যান ফ্রিম্যানসহ আরও অনেকে। এবারের ছবিতে নিজেদের আগের চরিত্রতেই অভিনয় করেছেন কলাকুশলীরা। এবারের ছবিটি নিয়ে বিশেষ আশাবাদী পরিচালক নাজাফি। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘কলাকুশলী এক হলেও এবারের ছবির প্রেক্ষাপট আলাদা। মূল চরিত্রে বাটলারের অভিনয় দর্শকদের নজর কাড়বে। এছাড়া ফ্রিম্যান, এখরাটের মতো অভিনেতারা তো রয়েছেনই।’ সূত্র : ইত্তেফাক
