Skip to content

বালির বিমানবন্দর বন্ধের নয়া নির্দেশ ইন্দোনেশিয়ার

ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ বৃহস্পতিবার অবকাশ যাপন কেন্দ্র বালি দ্বীপের বিমানবন্দর নতুন করে বন্ধের নির্দেশ দিয়েছে। এতে অনেক ফ্লাইট বাতিল করায় রমরমা ছুটি মৌসুমে পর্যটকদের ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হয়।

Bali Airportপরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জে.এ. বারাতা বলেন, ইন্দোনেশিয়ার প্রধান জাভা দ্বীপের মাউন্ট রাউং থেকে ছাইভস্ম উদগিরণ হওয়ার কারণে দিনের মধ্যভাগ থেকে কয়েক ঘন্টার জন্য নগুরাহ রাই বিমানবন্দর বন্ধ থাকবে।

অস্ট্রেলীয় এয়ারলাইন্স জেটস্টার ও ভার্জিন অস্ট্রেলিয়া বৃহস্পতিবার বালিতে চলাচলকারী ফ্লাইট বাতিল করেছে।

বালি দ্বীপ একটি জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র। প্রতি বছর সারাবিশ্ব থেকে লাখ লাখ পর্যটক সেখানে বেড়াতে যায়।

উল্লেখ্য, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে চতুর্থবারের মতো বালি বিমানবন্দর বন্ধ করে দেয়া হলো।

ছুটির মৌসুম চলাকালে এমন বিপত্তি ঘটায় সেখানে হাজার হাজার পর্যটক আটকা পড়ে। সূত্র : এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *