Skip to content

বিজয় দিবসে শিল্পকলায় বর্ণিল আয়োজন

Victory-Day-Entertainment

মোখলেছুর রহমান
প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। ১৬ ডিসেম্বর, বিকাল ৪টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী অ্যাক্রাবেটিক দলের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকবে দেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৫টা থেকে সমবেত সংগীত পরিবেশন করবে আওয়ামী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ শিল্পকলা একাডেমী শিশু প্রশিক্ষণার্থী দল, ভাওয়াইয়া প্রশিক্ষণার্থী দল, খেলাঘর, ঋষিজ শিল্পী গোষ্ঠী এবং ব্যান্ড দল চিরকুট।

বর্ণিল এ আয়োজন একক সংগীত পরিবেশন করবে- সমীর বাউল, সাইদুর রহমান বয়াতি, সালমা চৌধুরী, শিবু রায়, শাকিলা জাফর, রফিকুল আলম, আমজাদ দেওয়ান, নবীন কিশোর গৌতম, রীনা আমিন।

সমবেত নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী নৃত্যশিল্পীবৃন্দ, লায়লা হাসানের পরিচালনায় নটরাজ, সামীনা হোসেন প্রেমার পরিচালনায় ভাবনা, ওয়ার্দা রিহাবের পরিচালনায় ধৃতি নর্তনালয়, দীপা খন্দকারের পরিচালনায় দিব্য সাংস্কৃতিক সংগঠন, পূজা সেন গুপ্তের পরিচালনায় যশোর রোড। থাকবে মহাকাল নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় মুক্তিযুদ্ধের বিশেষ কোরিওগ্রাফি।

তা ছাড়াও থাকবে বধীর স্কুলের শিক্ষার্থীদের মুকাভিনয়। আবৃত্তি করবেন- শাহাদাৎ হোসেন নিপু, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আসলাম শিহির, মাসকুরের সাত্তার কল্লোল, রফিকুল ইসলাম, ঝর্না সরকার, নির্মলেন্দু গুণ ও আসলাম সানি। সূত্র : রাইজিংবিডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *