Skip to content

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিচ্ছে অবিশ্বাস্য ছাড়

নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই দেশের বাইরে বিভিন্ন দেশে ভ্রমণের পরিকল্পনা করছেন। পাশাপাশি এই শীতে যারা নতুন বিয়ে করছেন তারাও ভাবছেন মধুচন্দ্রিমাটি দেশের বাইরে কোথাও গিয়ে সেরে আসার কথা। এই দুই দল ছাড়াও যারা দেশের বাইরে যাবেন তাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন বছরে নিয়ে এসেছে অবিশ্বাস্য অফার।

ব্যাংকক, সিংগাপুর, কলকাতা, কাঠমান্ডু এই চারটি জায়গায় ভ্রমণে আপনি চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই অবিশ্বাস্য স্বল্প মূল্যের টিকেট কেটে দেশের পতাকাবাহী বিমানের সেবা গ্রহণ করতে পারেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে দেওয়া একটি প্রেস রিলিজে বলা হয় আগামী বছর ২০১৮ সালে পৃথিবীর বিভিন্ন জনপ্রিয় পর্যটন গন্তব্যসমূহে আকাশপথে ভ্রমণকে আরো সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে সম্মানিত যাত্রী সাধারণের সুবিধার্থে বিভিন্ন সেক্টরে আকর্ষণীয় অফার ঘোষণা করবে।

এর মূল উদ্দেশ্য হলো এই সকল স্থানে ভ্রমণকারীদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবারে আওতায় নিয়ে আসা।
আর পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ধারাবাহিক প্রচেষ্টাকে আরো বেগবান করা।

তাই এই ধারাবাহিক অফার ঘোষণার শুরু করা হয় ২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের জন্য।

কিন্তু এই অফারটি পেতে হলে আপনাকে টিকিট করে ফেলতে হবে আগামী ৭ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে।

নতুন বছর ২০১৮ এর অবিশ্বাস্য অফারে সাধারণ সময়ের তুলনায় প্রায় অর্ধেক দামে টিকিট এর ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে।

এই অফারের প্রত্যেকটিই রাউন্ড ট্রিপ অর্থাৎ যাওয়া আসা মিলিয়ে প্যাকেজ তৈরি করা হয়েছে। এই অফারে আপনি আগামী ১ জানুয়ারি ২০১৮ থেকে ৩১ মার্চ ২০১৮ তারিখের মধ্যে আপনার সুবিধাজনক সময়ে ভ্রমণ সেরে ফেলতে পারবেন।

অফারের ভাড়া
ঢাকা-ব্যাংকক-ঢাকা ১৬,০৪২/- টাকা।
ঢাকা- সিংগাপুর -ঢাকা ১৮,১১৬/- টাকা।
ঢাকা-কোলকাতা-ঢাকা ৮,৬৮৫/- টাকা।
ঢাকা-কাঠমান্ডু -ঢাকা ১৪,০৩৬/- টাকা।

তবে যার এই সময়ের মধ্যে দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা করছেন না তাদের জন্য অবিশ্বাস্য অফারে থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা ৬,৪৫৮/- টাকায় ভ্রমণ করার সুযোগ। আর আভ্যন্তরীণ রুটে এই সুযোগ নেবার ক্ষেত্রেও একই সময়সীমা বলবত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সকল ভাড়া নির্ধারণ করেছে সকল প্রকার ট্যাক্স ও সারর্চাজসহ। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো বাড়তি বা গোপন চার্জের টাকা আপনাকে গুণতে হবে না।

অফারের টিকিট কিনতে পারবেন বিমানের সকল সেলস সেন্টার ও ট্রাভেল এজেন্টের কাছ থেকে।

টিকিটের মূল্য পরিশোধ করতে নগদ/ ক্রেডিট র্কাড/ বিকাশ/ রকেট এর যে কোনোটি ব্যাবহার করতে পারবেন।

এই অফার বিষয়ে বিস্তারিত জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েব সাইটে ভিজিট করুন
অথবা কল করুন ০২-৮৯০১৬০০ # ২৭১০, ২৭১১ ও ০২-৯৫৬০১৫১-৫৯ # ১৬১ নম্বরে।

বিশেষ দ্রষ্টব্য: এই অফারে শিশু যাত্রী, প্রতিবন্ধী যাত্রীদের জন্য যে সাধারণ ছাড় রয়েছে তা বলবত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *