Skip to content

বিমান ভ্রমণে লক্ষ্য রাখুন

Biman

♦ বুকিংয়ে সঠিক নাম ও পাসপোর্ট নাম্বার ব্যবহার করুন।
♦ সময়মতো বিমানবন্দরে পৌঁছান।
♦ চেকলিস্ট মিলিয়ে নিন। বিমানবন্দর যাত্রার আগে চেকলিস্ট মিলিয়ে দেখে নিন সব কিছু নেওয়া হয়েছে কিনা। বিশেষ করে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট, টিকিট, ডলার, ক্রেডিট কার্ড (থেকে থাকলে) নিতে ভুলবেন না। চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়া হলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং স্থানীয় ডাক্তারের প্রেসক্রিপশনসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিন।
♦ আন্তর্জাতিক সেমিনার, কনফারেন্স হলে ইনভাইটেশন লেটার, অ্যাক্রিডিটেশন কার্ড সঙ্গে নিন।
♦ ভ্রমণের ক্ষেত্রে ক্যামেরা, বাইনোকুলার ফেলে গেলে আফসোসের শেষ থাকবে না।
♦ লাগেজ বেশি ভারি না করাই ভালো।
♦ হ্যান্ড ব্যাগে লিকুইড রাখবেন না। হ্যান্ড লাগেজে পণ্য বহনে কিছু বিধিনিষেধ আছে। এতে কোনোভাবেই পানির বোতল, ড্রিংকস, শ্যাম্পু, বডি স্প্রে, পারফিউম বা অন্য কোনো তরল রাখা যাবে না।
♦ নিরাপত্তার স্বার্থে বিধি মেনে চলুন। বিমানবন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে নানা ধরনের চেকিংয়ের মুখোমুখি হতে হয়। এ সময় সংশ্লিষ্টদের পূর্ণ সহযোগিতা করুন। স্ক্যানিং মেশিনে চেকের সময় ধাতব আসবাব বের করে নিন। মনে রাখবেন, আপনার নিরাপত্তার জন্যও এ ধরনের চেকিং খুব জরুরি।
♦ নির্ধারিত সিটেই বসতে হবে।
♦ বিমান কর্মীদের সঙ্গে ভালো আচরণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *