অবস্থানটা বঙ্গোপসাগরে। ভারতের কলকাতা থেকে দেড়শ কিলোমিটার দক্ষিণে সুন্দরবনের বদ্বীপ এলাকার একটি দ্বীপ। এক সময় দ্বীপটির আয়তন ছিল ২০ বর্গ কিলোমিটার। মালিকানা ভারতের। কিন্তু নদীগর্ভে বিলীন হতে হতে এর আয়তন দাঁড়িয়েছে পাঁচ কিলোমিটারের কাছাকাছি। দ্বীপটিতে জনবসতিও আছে। কিন্তু তিন দশকে ওই ক্ষয়ে দ্বীপের মানুষগুলো কোণঠাসা হয়ে পড়েছেন। দ্বীপটির স্থানীয় নাম ঘোড়ামারা দ্বীপ। যাকে ‘সিংকিং আইল্যান্ড’ বা ডুবন্ত দ্বীপ নামেও অভিহিত করা হয়। দ্বীপের পাশ দিয়ে বয়ে গেছে ভারতের বড়তলা নদী বা চ্যানেল ক্রিক। স্থানীয়ভাবে একে বলা হয় মুড়িগঙ্গা নদী। এই নদীর বক্ষেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দ্বীপটি। নদীর প্রবল স্রোত এবং বন্যার কারণে ক্ষয়ে যাচ্ছে দ্বীপের দুর্বল বাঁধ। অভিযোগ উঠেছে দ্বীপটি রক্ষায় ভারত সরকার ইতিবাচক কোনো পদক্ষেপ নেয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। দ্বীপের নিমতলা গ্রামের বাসিন্দা আনোয়ারা বিবি (৩০) বলেন, ‘গত ২০ বছরে মুড়িগঙ্গা নদীতে আমি সোয়া হেক্টর চাষযোগ্য জমি হারিয়েছি। সূত্র : এএফপি।
