Skip to content

বিশ্বসেরা লাইব্রেরি

Library

আমেরিকান লাইব্রেরি অব কংগ্রেস

আমেরিকান লাইব্রেরি অব কংগ্রেস
পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি। সুবিশাল এই লাইব্রেরির সংগ্রহে আছে সর্বাধিক সংখ্যক বই, রেকর্ডিংস, মানচিত্র ও পাণ্ডলিপি। এগুলো সংখ্যায় ৩ কোটি ৩০ লাখ ১২ হাজার ৭৫০টি। এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং আমেরিকার সবচেয়ে পুরনো লাইব্রেরি। আমেরিকান লাইব্রেরি অব কংগ্রেস স্থাপিত হয়েছিল ১৮০০ সালে। প্রেসিডেন্ট জন অ্যাডামস যখন সরকারি কার্যাবলী ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটনে স্থানান্তর করেন তখন থেকে এর যাত্রা শুরু।

ন্যাশনাল লাইব্রেরি অব কানাডা
লাইব্রেরিটি কানাডার কেন্দ্রীয় সরকারের একটি বিভাগ। এই বিভাগ কানাডার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত লেখা, ছবি ও দলিলপত্র সংগ্রহ এবং সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত। এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে ২৬,০০৬,০৫৪টি বই। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম লাইব্রেরি। কানাডার সবচেয়ে সুন্দর এই লাইব্রেরিটি কানাডার সরকারি সম্পত্তি।

ডিউচে বিবলিওথেক
এটি জার্মানির জাতীয় গ্রন্থাগার। এটি স্থাপিত হয়েছিল ১৯১২ সালে। এই সংগ্রহশালাটির কাজ মূলত জার্মান ভাষার প্রকাশনা সংগ্রহ করা। তবে জার্মানিতে প্রকাশিত অন্য ভাষার প্রকাশনাও এখানে সংগ্রহ করা হয়। ডিউচে পৃথিবীর বড় লাইব্রেরিগুলোর মধ্যে অন্যতম। এই বিখ্যাত লাইব্রেরির সংগ্রহে আছে ২৪,৪৮৭,০১০টি বই ও অন্যান্য প্রকাশনা। এই বিশাল সংগ্রহশালাটি জার্মানির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল।

ব্রিটিশ লাইব্রেরি
যুক্তরাজ্যের জাতীয় গ্রন্থাগার। স্থাপিত ১৭৫৩ সালে। লন্ডনে অবস্থিত লাইব্রেরিটি পৃথিবীর বিখ্যাত গবেষণা গ্রন্থাগারগুলোর একটি। এতে আছে প্রায় সব ভাষার বিভিন্ন প্রকারের ১৫,৫০০,০০০ এর বেশি সংগ্রহ। এখানে সংগৃহীত বইয়ের সংখ্যা ২৩,৫০০,০০০টি। প্রতি বছর এই ব্রিটিশ লাইব্রেরির সংগ্রহশালায় যুক্ত হয় প্রায় ৩০ লাখ নতুন বই।

রাশিয়ান স্টেট লাইব্রেরি
মস্কো, রাশিয়ায় অবস্থিত রাশিয়ার জাতীয় গ্রন্থাগার। কার্যক্রম শুরু হয় ১৭৯৫ সালে। এটি রাশিয়ার সবচেয়ে প্রাচীন, বৃহত্তম ও জনপ্রিয় লাইব্রেরি। এর সংগ্রহে রয়েছে ১৪,৭৫০,০০০ এর বেশি বই।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি
পৃথিবীর অন্যতম প্রধান গ্রন্থাগার এবং আমেরিকার বিখ্যাত গবেষণা গ্রন্থাগার। এটি স্থাপিত হয় ১৮৯৫ সালে। এটি মূল শাখা হলেও এর আরও শাখা রয়েছে, যার সংখ্যা ৮৭টি। এই লাইব্রেরির সংগ্রহ সংখ্যা ১৪,৬৮৫,১৯২।

ন্যাশনাল ডায়েট লাইব্রেরি
পৃথিবীর বড় ও বিখ্যাত লাইব্রেরিগুলোর মধ্যে ন্যাশনাল ডয়েট অন্যতম একটি। লাইব্রেরিটি অবস্থিত জাপানের টোকিওতে। ১৯৪৮ সালে এটি গবেষণার জন্য স্থাপিত হয়। লাইব্রেরিজুড়ে রয়েছে প্রায় ১৪,৩০৪,১৩৯টি বই। আর জাপানজুড়ে এর ২৭টি শাখা আছে। বিজ্ঞান, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, আইন, মানচিত্র, সংগীতসহ সব ধরনের বই এখানে আছে।

ন্যাশনাল লাইব্রেরি অব চায়না
এটি এশিয়ার সবচেয়ে বৃহৎ ও বিখ্যাত লাইব্রেরি এবং পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়। এর সংগ্রহে আছে ২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৭৭৭ বই। প্রায় ১২ লাখ সাময়িকী এর অন্তর্ভুক্ত। চীনা সাহিত্যের সবচেয়ে বড় সংগ্রহ আছে এতে। ১৯০৯ সালে লাইব্রেরিটি স্থাপিত হয় চীনের বেইজিংয়ে। চীনের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত সব ধরনের বই আছে এখানে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় লাইব্রেরি
এটি একটি লাইব্রেরি সিস্টেম। প্রায় ৯০টি শাখা নিয়ে গোটা লাইব্রেরিটি গঠিত। সর্বমোট বইয়ের সংখ্যা দেড় কোটি। এটি আমেরিকার সবচেয়ে পুরনো লাইব্রেরি সিস্টেম এবং পৃথিবীর প্রাচীন একাডেমিক লাইব্রেরি সিস্টেমগুলোর মধ্যে অন্যতম। এটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম লাইব্রেরি। এটি স্থাপিত ১৬৩৮ সালে। বিশ্বের প্রসিদ্ধ লাইব্রেরিগুলোর একটি এটি। সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *