Skip to content

বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীগুলো

এই নদীগুলো একটি দেশকে অন্যদেশের সঙ্গে যুক্ত করেছে৷ অনন্ত কাল ধরে বয়ে চলেছে এরা৷ এবার থাকছে বিশ্বের দীর্ঘ নদীগুলোর কথা৷

ব্রহ্মপুত্র নদ

দীর্ঘতম নদীর তালিকায় দৈর্ঘ্যের দিক থেকে এটির অবস্থান ১৫তম৷ উৎপত্তি স্থল থেকে এর দৈর্ঘ্য ৩,৮৪৮ কিলোমইটার৷ বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ৷

নাইজার


উৎপত্তিস্থল থেকে এর দৈর্ঘ্য ৪,১৮০ কিলোমিটার৷ এটি নাইজেরিয়া, মালি, নাইজার, আলজেরিয়া, গিনি ক্যামেরুন, বুর্কিনি ফাসো, আইভরি কোস্ট, বেনিন, চাদ- এইসব দেশের মধ্য দিয়ে বয়ে চলেছে৷

ম্যাকেঞ্জি নদী

এই নদীটি ক্যানাডার মধ্যে প্রবাহিত হচ্ছে৷ দীর্ঘতম নদীর তালিকায় এর অবস্থান ১৩তম৷ এর দৈর্ঘ্য ৪,২৪২ কিলোমিটার৷

মেকং


মেকং নদীর দৈর্ঘ্য ৪,৩৫০ কিলোমিটার৷ এটি চীন, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মধ্য দিয়ে বয়ে চলেছে৷

লেনা


লেনা নদীটি রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে৷ এর দৈর্ঘ্য ৪,৪০০ কিলোমিটার৷

আমুর


দীর্ঘতম নদীর তালিকায় আমুর নদীর অবস্থান দশম৷ এর দৈর্ঘ্য ৪,৪৪৪ কিলোমিটার৷ রাশিয়া, চীন ও মঙ্গোলিয়ার মধ্য দিয়ে বয়ে চলেছে নদীটি৷

কঙ্গো


কঙ্গো নদীর দৈর্ঘ্য ৪,৭০০ কিলোমিটার৷ এটি ডিআর কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, অ্যাঙ্গোলা, তানজানিয়া, ক্যামেরুন, জাম্বিয়া, বুরুন্ডি এবং রুয়ান্ডার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে৷

পারানা


বিশ্বের অষ্টম দীর্ঘতম নদী হলো পারানা৷ এর দৈর্ঘ্য ৪,৮৮০ কিলোমিটার৷ ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বলিভিয়া ও উরুগুয়ের মধ্য দিয়ে বয়ে চলেছে নদীটি৷

ইরতিস


৫,৪১০ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি রাশিয়া, কাজাখস্তান, চীন ও মঙ্গোলিয়ার মধ্য দিয়ে বয়ে চলেছে৷

হুয়াংহো


হুয়াংহো বা পীত নদী চীনের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ৬ষ্ঠ দীর্ঘতম নদী৷ এর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিলোমিটার৷ চীনের মধ্যে প্রবাহিত হচ্ছে এটি৷

আঙ্গারা নদী


৫,৫৩৯ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি রাশিয়া ও মঙ্গোলিয়ার মধ্য দিয়ে বয়ে চলেছে৷

মিসিসিপি


বিশ্বের চতুর্থ দীর্ঘতম নদী হলো মিসিসিপি৷ ৬,২৭৫ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি অ্যামেরিকা ও ক্যানাডার মধ্য দিয়ে বয়ে চলেছে৷

ইয়াঙস্তে নদী


৬,৩০০ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি চীনের মধ্যে প্রবাহিত হচ্ছে৷

নীল নদ


বিশ্বের দীর্ঘতম নদীগুলোর মধ্যে নীল নদের অবস্থান দ্বিতীয়৷ এর দৈর্ঘ্য ৬,৮৫৩ কিলোমিটার৷ এটি মিসর, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান, উগান্ডা, তানজানিয়া, কেনিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, ডিআর কঙ্গো ও দক্ষিণ সুদানের মধ্যে দিয়ে বয়ে চলেছে৷

অ্যামাজন


বিশ্বের দীর্ঘতম নদী হলো অ্যামাজন৷ এটির দৈর্ঘ্য ৬,৯৯২ কিলোমিটার৷ এটি ব্রাজিল , পেরু, বলিভিয়া, কলোম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা এবং গুয়ানার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *