
ইউনান ও গুইঝু প্রদেশকে যুক্ত করেছে এই সেতু; ছবিটি বুধবার তোলা—এএফপি
বিশ্বের সর্বোচ্চ সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। সেতুটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য প্রদেশ ইউনান ও গুইঝুর মধ্যে সংযোগ স্থাপন করেছে। এতে যাতায়াতে চার ভাগের তিন ভাগ সময় কম লাগবে।
শুক্রবার গুইঝু প্রাদেশিক পরিবহন বিভাগের এক বিবৃতির বরাত দিযে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি নদীর ওপর নির্মিত বিপানজিয়াং সেতুর উচ্চতা ৫৬৫ মিটার (এক হাজার ৮৫৪ ফুট)।

বৃহস্পতিবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সেই সেতু—এএফপি
সেতুটি বৃহস্পতিবার খুলে দেয়ার পর দুয়ান নামের এক ট্রাকচালকের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, এর ফলে ইউনানের জুয়ানউয়ি থেকে গুইঝুর শুইচেংয়ে যাতায়াতে চার ঘণ্টারও বেশি সময় কম লাগবে।
তিনি আরও বলেন, সেতুটি এ দুই প্রদেশে যাতায়াতকারী লোকজনের খুবই উপকারে আসবে।
স্থানীয় সংবাদপত্র গুইঝু ডেইলি জানায়, এক হাজার ৩৪১ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ১৪ কোটি ৪০ লাখ ডলার (একশ’ কোটি ইউয়ান) ব্যয় হয়।