Skip to content

বিয়ের পর চনমনে তাসকিন

:: সাজ্জাদ খান ::
দুই হাতের তালুতে মেহেদীর রং। অনুশীলনের ফাঁকে সংবাদকর্মীদের হাত দুটি দেখিয়ে লাজুক হাসিতে মুখ লুকালেন। সারাক্ষণই মুখে হাসি। চোখে চঞ্চলতা। বিয়ের সপ্তাহ খানেক বাদে চিটাগাং ভাইকিংসের অনুশীলনে এভাবেই দেখা দিলেন পেসার তাসকিন আহমেদ।

সিলেটে বিপিএল শুরুর প্রথম দুই দিন মাঠে নেমেছে ৬ দল। সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটস খেলেছে দুটি করে ম্যাচ। মঙ্গলবার প্রথম ম্যাচ খেলতে নামবে তাসকিনের চিটাগাং। প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

বিগ ম্যাচে নামার আগে সোমবার জেলা স্টেডিয়ামে বেশ সিরিয়াস হয়ে নেটে ৬ ওভার বোলিং করেন তাসকিন। ফিটনেস নিয়েও চলল কাজ।

জাতীয় দলে শুরুটা হয়েছিল দুর্দান্ত। কিন্তু সাউথ আফ্রিকা সফরে দেখা যায়নি ছন্দ। বিপিএল দিয়ে উঠে আসা এই পেসার আরেকটা বিপিএল খেলেই ফিরতে চান আপন গতিতে। বললেন, ‘দোয়া করবেন, যেন ফিট থেকে পুরো টুর্নামেন্ট খেলতে পারি।’

সাউথ আফ্রিকায় লম্বা সফর শেষ করে ১ নভেম্বর দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেন ২২ বছর বয়সী তাসকিন। দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে শুরু করেন নতুন জীবন। সূত্র: চ্যানেল আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *