Skip to content

বৃক্ষ তোমার নাম কী? ছুঁলে পরিচয়!

Hogwint

বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়। কিন্তু সব ধরণের গাছের বেলায় কি এই প্রবাদ খাটে? নিশ্চয়ই একটু ধন্ধে পড়ে গেছেন। পড়াটাই স্বাভাবিক কারণ এমন কিছু গাছ আছে যাকে ছুলেঁই বোঝা যাবে তার পরিচয়। এমনই একটি গাছের সন্ধান পেয়েছেন উদ্ভিদবিদরা। সাবধান করে দিয়েছেন ভুলেও ছোঁবেন না। আর যদি ছুঁয়ে ফেলেন, কী হতে পারে দেখুন নিচের ছবিতে।

Hogwint2

যেখানে লাগবে, জ্বালিয়ে ছাড়বে। চাকা চাকা ফোস্কা। পুড়ে গেলে যেমন হয়, তেমন। আর ভোগান্তি? কয়েক মাসের।

উদ্ভিদবিদরা দাবি করেছেন, এই গাছের রস এতটাই বিষাক্ত, চোখ কানা পর্যন্ত করে দিতে পারে।

এই বিষাক্ত গাছটি দেখতে, অনেকটা ঢেড়সের পাতার মতো। আবার ওলপাতার সাথেও কিছুটা মিল পাওয়া যায়। ৬ থেকে ১২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।

আর ফুল দেখতে, ঘেঁটুফুলের মতো। বসন্ত থেকে গ্রীষ্ম অবধি এর ফুল দেখা যায়।

Hogwint3

হগউইডের পাতা দেখতে ঢেড়সের পাতার মতো

মিশিগানের পশ্চিমে বিশেষ প্রজাতির এই জায়ান্ট হগউইডের সন্ধান মিলেছে। মিশিগানের স্বাস্থ্য কর্মকর্তারা আগেভাগেই সাবধান করে দিয়েছেন। গত কয়েক বছর ধরেই গাছটি দেখা যাচ্ছে। উপড়ে ফেলেও, নির্মূল করা যায়নি। এর বিষরসের হাত থেকে বাঁচার একটাই উপায় রয়েছে বলে জানিয়েছেন তারা। পরতে বলছেন ফুলপ্যান্ট ও ফুলশার্ট।

আর চোখে লাগলে, নিশ্চিতভাবেই দৃষ্টিশক্তি নষ্ট হবে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানান, গাছে হাত দেয়ার প্রথম ৪৮ ঘণ্টার মধ্যে কিছু বোঝাই যায় না। তারপরেই প্রতিক্রিয়া শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *