Skip to content

ভারতীয় ট্যুরিস্ট ভিসায় ই-টোকেন লাগবে না

india-visa

ভারত ভ্রমণে ট্যুরিস্ট ভিসা পেতে এখন থেকে আর আগাম অ্যাপয়েন্টমেন্ট বা ই-টোকেনের প্রয়োজন নেই।

আজ বুধবার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি থেকে ভারতীয় ভিসাপ্রাপ্তি প্রক্রিয়া সুবিন্যস্ত, উন্মুক্ত ও সহজ করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বিমান, ট্রেন বা বাসের টিকেটসহ সকল বাংলাদেশী ভ্রমণকারী ই-টোকেন/আগাম অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই টুরিস্ট ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন।

indian-visa-assistance

ভ্রমণেচ্ছুরা ভ্রমণের টিকেটসহ তাদের পূরণকৃত ভিসা আবেদনপত্র আইভিএসি মিরপুর, আলামিন আপন হাইটস, ২৭/১/বি (২য় তলা), শ্যামলী সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জমা দিতে পারবেন। ভ্রমণের তারিখ ভিসা আবেদনপত্র জমাদানের সাত দিন পর হতে হবে, তবে তা এক মাসের মধ্যে।

এছাড়া অ্যাপয়েন্টমেন্ট তারিখ/ই-টোকেনধারী আবেদনকারীরা টুরিস্ট ভিসা আবেদনপত্র আইভিএসি গুলশান, উত্তরা, মতিঝিল, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে জমাদান অব্যাহত রাখতে পারবেন। আইভিএসি মিরপুর ১ জানুয়ারি থেকে নিশ্চিত ভ্রমণকারী ও প্রবীণ নাগরিকদের সরাসরি টুরিস্ট ভিসা আবেদপত্র গ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব ব্যবস্থা প্রবর্তনের ফলে ভারত ভ্রমণের নিশ্চিত টিকেটসহ বাংলাদেশের কোনো আবেদনকারীর আর ই-টোকেন/অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখের প্রয়োজন হবে না।

উল্লেখ্য, এর আগে মেডিক্যাল ভিসাসহ অন্যান্য ভিসার ক্ষেত্রে ই-টোকেন ছাড়া আবেদনের সুযোগ দিয়েছে ভারত।

february-group-tour-2017

ছবিতে ক্লিক করে জেনে নিন বিস্তারিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *